ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

নির্বাচন ব্যবস্থা নিয়ে আস্থার ঘাটতি আছে : ইসি সানাউল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক :

নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থার ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, সেটা ফিরিয়ে আনতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ নিয়ে ইসিতে কোনো আলোচনা হয়নি।

অপরদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বিগত নির্বাচনগুলোতে অনিয়ম হয়েছে। দুর্ভাগ্যবশত বিগত ইসি ক্ষমতার ব্যবহার করে নাই। তাই নির্বাচনি অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে বৈঠক শেষে তারা এসব কথা বলেন।

বুধবার বিকাল ৩টায় এ বৈঠক শুরু হয়। চলে প্রায় ৫টা পর্যন্ত। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন, অন্য নির্বাচন কমিশনাররা অংশ নেন।

বৈঠক শেষে বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন ও তাদের দায় দায়িত্ব ক্ষমতা স্বাধীনতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে মনোনয়নপত্র চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত কার হওয়ার উচিত, আদালতের কি ভূমিকা থাকবে, হলফনামা, না ভোট, সীমানা পুনর্নির্ধারণ, পোস্টাল ব্যালট, প্রবাসী ব্যালট, ভোটার তালিকা নির্বাচন অপরাধ, এনআইডিসহ নির্বাচনের সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সংস্কার কমিশনের প্রতিবেদনে কী কী সুপারিশ থাকছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। কিছু বিষয় চিহ্নিত করেছি এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আমাদের এখনো এক মাস সময় আছে; আশাকরি এক মাসের মধ্যে আমাদের সুপারিশগুলো চূড়ান্ত করে সরকারের কাছে দেব এবং ওনাদের (ইসি) কিছু মতামত চেয়েছি ওনারা কিছু শেয়ার করতে চাইলে শেয়ার করবে।

কমিশনের কাজের কোনো রোডম্যাপ করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের বৈঠকে এ ধরনের কোনো আলোচনা ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল ভালো, সুষ্ঠু নির্বাচন সেটা যখনই হোক না কেন সেটা কিভাবে করা সম্ভব। একই সঙ্গে আমাদের অতীতের অভিজ্ঞতা নিয়েও কাজ করব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

নির্বাচন ব্যবস্থা নিয়ে আস্থার ঘাটতি আছে : ইসি সানাউল্লাহ

আপডেট সময় ১১:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থার ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, সেটা ফিরিয়ে আনতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ নিয়ে ইসিতে কোনো আলোচনা হয়নি।

অপরদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বিগত নির্বাচনগুলোতে অনিয়ম হয়েছে। দুর্ভাগ্যবশত বিগত ইসি ক্ষমতার ব্যবহার করে নাই। তাই নির্বাচনি অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে বৈঠক শেষে তারা এসব কথা বলেন।

বুধবার বিকাল ৩টায় এ বৈঠক শুরু হয়। চলে প্রায় ৫টা পর্যন্ত। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন, অন্য নির্বাচন কমিশনাররা অংশ নেন।

বৈঠক শেষে বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন ও তাদের দায় দায়িত্ব ক্ষমতা স্বাধীনতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে মনোনয়নপত্র চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত কার হওয়ার উচিত, আদালতের কি ভূমিকা থাকবে, হলফনামা, না ভোট, সীমানা পুনর্নির্ধারণ, পোস্টাল ব্যালট, প্রবাসী ব্যালট, ভোটার তালিকা নির্বাচন অপরাধ, এনআইডিসহ নির্বাচনের সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সংস্কার কমিশনের প্রতিবেদনে কী কী সুপারিশ থাকছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। কিছু বিষয় চিহ্নিত করেছি এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আমাদের এখনো এক মাস সময় আছে; আশাকরি এক মাসের মধ্যে আমাদের সুপারিশগুলো চূড়ান্ত করে সরকারের কাছে দেব এবং ওনাদের (ইসি) কিছু মতামত চেয়েছি ওনারা কিছু শেয়ার করতে চাইলে শেয়ার করবে।

কমিশনের কাজের কোনো রোডম্যাপ করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের বৈঠকে এ ধরনের কোনো আলোচনা ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল ভালো, সুষ্ঠু নির্বাচন সেটা যখনই হোক না কেন সেটা কিভাবে করা সম্ভব। একই সঙ্গে আমাদের অতীতের অভিজ্ঞতা নিয়েও কাজ করব।