ঢাকা ১১:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরো বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে শঙ্কা আছে, নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম ঢাকায় এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

প্রথম নারী প্রেসিডেন্ট পেল নামিবিয়া

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

নামিবিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল এসডব্লিউএপিও’র সদস্য নেতুম্বো নান্দি নাদাইতওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়।

৭২ বছর বয়সী নান্দি নাদাইতওয়া বর্তমানে নামিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসন থেকে স্বাধীনতা অর্জনের পর ৩৪ বছর ধরে তার দল ক্ষমতায় রয়েছে।

নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে জানা যায়, নির্বাচনে তিনি প্রায় ৫৭ শতাংশ বৈধ ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে ৫০ শতাংশ ভোটের প্রয়োজন হয়।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নান্দি নাদাইতওয়া বলেন, ‘নামিবিয়ার জনগণ শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে ভোট দিয়েছেন।’

তিনি ষাটের দশকে এসডব্লিউএপিও দলে যোগ দেন। সে সময় দলটি স্বাধীনতার জন্য সংগ্রাম করছিল এবং স্বাধীনতাপ্রাপ্ত গণতান্ত্রিক যুগে তিনি বিদেশমন্ত্রীসহ বিভিন্ন শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ (আইপিসি) দলের সদস্য প্যান্দুলেনি ইতুলা। নির্বাচনে তিনি ২৬ শতাংশ ভোট দ্বিতীয় অবস্থানে রয়েছে।

নামিবিয়ায় আলাদাভাবে জাতীয় পরিষদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে এসডব্লিউএপিও ৯৬টি আসনের মধ্যে ৫১টি আসন জয়লাভ করেছে। অন্যদিকে আইপিসি ২০টি আসন পেয়ে বিরোধী দল হিসেবে জাতীয় পরিষদে থাকবে।

আইপিসি নির্বাচনের ফলাফল নিয়ে আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, নির্বাচনী প্রক্রিয়া গভীরভাবে ত্রুটিপূর্ণ ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

প্রথম নারী প্রেসিডেন্ট পেল নামিবিয়া

আপডেট সময় ০১:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

নামিবিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল এসডব্লিউএপিও’র সদস্য নেতুম্বো নান্দি নাদাইতওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়।

৭২ বছর বয়সী নান্দি নাদাইতওয়া বর্তমানে নামিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসন থেকে স্বাধীনতা অর্জনের পর ৩৪ বছর ধরে তার দল ক্ষমতায় রয়েছে।

নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে জানা যায়, নির্বাচনে তিনি প্রায় ৫৭ শতাংশ বৈধ ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে ৫০ শতাংশ ভোটের প্রয়োজন হয়।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নান্দি নাদাইতওয়া বলেন, ‘নামিবিয়ার জনগণ শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে ভোট দিয়েছেন।’

তিনি ষাটের দশকে এসডব্লিউএপিও দলে যোগ দেন। সে সময় দলটি স্বাধীনতার জন্য সংগ্রাম করছিল এবং স্বাধীনতাপ্রাপ্ত গণতান্ত্রিক যুগে তিনি বিদেশমন্ত্রীসহ বিভিন্ন শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ (আইপিসি) দলের সদস্য প্যান্দুলেনি ইতুলা। নির্বাচনে তিনি ২৬ শতাংশ ভোট দ্বিতীয় অবস্থানে রয়েছে।

নামিবিয়ায় আলাদাভাবে জাতীয় পরিষদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে এসডব্লিউএপিও ৯৬টি আসনের মধ্যে ৫১টি আসন জয়লাভ করেছে। অন্যদিকে আইপিসি ২০টি আসন পেয়ে বিরোধী দল হিসেবে জাতীয় পরিষদে থাকবে।

আইপিসি নির্বাচনের ফলাফল নিয়ে আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, নির্বাচনী প্রক্রিয়া গভীরভাবে ত্রুটিপূর্ণ ছিল।