আকাশ স্পোর্টস ডেস্ক:
ক্যারিয়ারের বাকী সময়ের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ৩৩ বছর বয়সি এই বার্সা অধিনায়ক ‘আজীবনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন’ বলে শুক্রবার ঘোষণা করেছে কাতালানীয় ক্লাবটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা জানায়, ‘শুক্রবার আজীবনের জন্য বার্সার সঙ্গে চুক্তিতে সই করেছেন ইনিয়েস্তা। এই চুক্তির ফলে ক্যারিয়ারের বাকী সময়টা বার্সাতেই কাটাবেন এই স্প্যানিশ মিডফিল্ডার।’
পাঁচবারের বর্ষসেরার খেতাব পাওয়া লিওনেল মেসি ও ইনিয়েস্তা হচ্ছেন বার্সেলোনার সর্বকালের সেরা সফল খেলোয়াড়, যারা ক্লাব পর্যায়ে ৩০টি ট্রফি জয় করেছে। তন্মধ্যে লা লীগার আটটি এবং চ্যাম্পিয়ন্স লীগের চারটি শিরোপাও অন্তর্ভুক্ত। পাশাপাশি ইনিয়েস্তা হচ্ছেন বার্সেলোনার পোষাকে ২য় সর্বাধিক ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়। যিনি ১৫ বছর আগে বার্সেলোনায় অভিষেক পাওয়ার পর পর্যন্ত ৬৩৯টি ম্যাচে অংশ নিয়েছেন। তবে এই রেকর্ডে সবার শীর্ষে আছেন জাবি হার্নান্দেজ।
আকাশ নিউজ ডেস্ক 

























