আকাশ স্পোর্টস ডেস্ক:
পচেফস্ট্রুমে বোলারদের ব্যর্থতার পর বুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্টে বোলিংয়ে ব্যাপক রদবদল করা হয়েছে। ইনজুরিতে ছিটকে পড়া তামিমসহ একাদশে মোট চারটি পরিবর্তন আনা হয়েছে।
মুস্তাফিজুর রহমান বাদে বাকি তিন বোলার একাদশ থেকে ছিটকে পড়েছেন। এই তিনজন হলেন-তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। তাদের পরিবর্তে অন্তর্ভুক্ত হয়েছেন- রুবেল হোসেন, শুভাশিস রায় ও তাইজুল ইসলাম।
আর ওপেনার তামিম ইকবাল ইনজুরিতে ছিটকে পড়ায় তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন সৌম্য সরকার। এদিকে দ্বিতীয় টেস্টেও টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিক। তবে এবার বোলারদের জন্য উইকেট সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ একাদশ : ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শুভাশীষ রায় ও মুস্তাফিজুর রহমান।
আকাশ নিউজ ডেস্ক 

























