আকাশ স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টের ধাক্কা সামলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের। সেই মিশন নিয়ে আজ শুক্রবার দুপুর ২টায় বুমফন্টেইনে মাঠে নামছে মুশফিক বাহিনী।
পচেফস্ট্রুমে প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় হারের জন্য বাংলাদেশের সামগ্রিক ব্যর্থতাই দায়ী। টস জিতে শুরুতে ফিল্ডিং নেওয়া থেকে শুরু করে শেষ ইনিংসে ব্যাটিং ধ্বস পর্যন্ত সব ক্ষেত্রে এই ব্যর্থতার ছাপ লক্ষ্য করা গেছে। সেসব ব্যর্থতা এবার কাটিয়ে ওঠার আশা করছে বাংলাদেশ।
তবে দলের জন্য দুঃসংবাদ হলো, বিশ্রামে থাকা সাকিবের পর তামিমও দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন। তাই দলের নির্ভরযোগ্য দুজন ক্রিকেটারকে বাইরে রেখেই এই ম্যাচে খেলতে নামতে হচ্ছে বাংলাদেশকে। ওই কন্ডিশনে নবীনদের নিয়ে কঠিন লড়াইয়ে নামতে হবে মুশফিককে। তিনি বলেন, ‘আমি বলেছি যে তামিম নাই, এখন অন্যদের জন্য সুযোগ তৈরি হয়েছে। তারা যেন সেই সুযোগকে কাজে লাগায়। যদি তারা আমার বার্তাটা বোঝার চেষ্টা করে তাহলে অনেক ভালোভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব।’
আকাশ নিউজ ডেস্ক 

























