আকাশ স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ বাছাইপর্বে এবার উড়ন্ত ফর্মে থাকা ব্রাজিলকে রুখে দিয়েছে বলিভিয়া। দলটির গোলরক্ষক কার্লোস লাম্পের দুর্দান্ত নৈপুণ্যে বৃহস্পতিবার রাতে এই ম্যাচ শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে। তবে ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্তপর্ব আগেই নিশ্চিত করায় এই ফলে খুব একটা প্রভাব পড়বে না।
খেলায় ব্রাজিল অনেক সুযোগ তৈরি করেছে। ২৫তম মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে নেইমারের ডান পায়ের শট দারুণভাবে রুখে দেন লাম্পে। ৩৩ মিনিটে বক্সে ঢুকে একইভাবে নেইমারের আরেকটি শট রুখে দেন বলিভিয়ান এই গোলরক্ষক। একইভাবে ম্যাচজুড়ে ব্রাজিলের সব আক্রমণ রুখে দিয়ে ম্যাচের নায়ক হয়ে রইলেন গোলপোস্টে দাঁড়িয়ে থেকেই।
রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিলের এটি টানা দ্বিতীয় ড্র। প্রথম ম্যাচে চিলির কাছে হার দিয়ে শুরু করলেও এরপর টানা ১৬ ম্যাচে অপরাজিত রয়েছে দলটি। সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট পাওয়া ব্রাজিলের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৮। ১৪ পয়েন্ট পাওয়া বলিভিয়ার বিশ্বকাপ স্বপ্ন অনেক আগেই ভেঙে গেছে। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ে এখনও ব্রাজিলের চেয়ে পিছিয়ে ১০ পয়েন্টে।
আকাশ নিউজ ডেস্ক 

























