আকাশ স্পোর্টস ডেস্ক:
শৃঙ্খলাভঙ্গের দায়ে ওয়ানডে ক্রিকেটে ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন শ্রীলংকার বাঁ-হাতি ব্যাটসম্যান দানুষ্কা গুনাথিলাকা। আজ এক বিবৃতিতে এ কথা জানায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ফলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য শ্রীলংকার ঘোষিত দলে জায়গা হয়নি গুনাথিলাকার।
ইএসক্রিকইনফো জানায়, গত আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন দলের একটি অনুশীলন সেশন মিস করেন গুনাথিলাকা। সেই সাথে অনুশীলনে ও ম্যাচ চলাকালীন অখেলোয়াড়সুলভ আচরণও করেন তিনি। তাই গুনাথিলাকার বিপক্ষে শাস্তি হিসেবে ছয় ওয়ানডে নিষেধাজ্ঞা এনেছে এসএলসি।
এ ব্যাপারে এসএলসির ম্যানেজার আশঙ্কা গুরুসিনহা বলেন, ‘গুনাথিলাকাকে ছয় ম্যাচে বিবেচনা না করার জন্য নির্বাচকদের বলেছে ক্রিকেট বোর্ড। হ্যাঁ, এটি শৃঙ্খলাজনিত কারণে। যে কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।’ চলমান বছর ১২ ওয়ানডেতে ৪২ দশমিক ৪১ গড়ে ৫০৯ রান করেছেন গুনাথিলাকা। এরমধ্যে চারটি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরিও ছিলো।
গুনাথিলাকাকে নিষিদ্ধ করার পাশাপাশি আরেক খেলোয়াড়কেও সতর্ক করেছে এসএলসি।
আকাশ নিউজ ডেস্ক 

























