ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

৩ দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরবঙ্গ বিচ্ছিন্নের আল্টিমেটাম

আকাশ জাতীয় ডেস্ক :

উত্তরবঙ্গ থেকে তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না দিলে ঢাকা থেকে উত্তরবঙ্গ বিচ্ছিন্নের হুশিয়ারি দিয়ে সংবাদ সম্মেলন করেছে রংপুরের ছাত্র-জনতা। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রংপুর নগরীর স্থানীয় কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে দেশে যে বিপ্লব সংঘটিত হয়েছিলো, সেই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জনের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন। সেই ১৭ জনের মধ্যে উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টাও নিয়োগ দেয়া হয়নি। পরবর্তীতে ১৬ আগস্ট ২ জন এবং ১০ নভেম্বর ৩ জন উপদেষ্টা হিসেবে শপথ নেন। তিনদফায় উপদেষ্টা পরিষদের শপথ নিলেও রংপুর তথা উত্তরবঙ্গ থেকে একজনেরও উপদেষ্টা হিসেবে ঠাঁই হয়নি।

এই ঘটনায় মর্মাহত হন উত্তরবঙ্গের ছাত্র-জনতা। উপদেষ্টা পরিষদে রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে গত ১১, ১২ ও ১৩ নভেম্বর বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধসহ টানা কর্মসূচি পালন করা হয়। সম্প্রতি দুইজন উপদেষ্টা রংপুরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে এসে রংপুর থেকে উপদেষ্টা নিয়োগের কোনো আলোচনায় হয়নি বলে জানান। এটি জানার পর থেকে রংপুরের মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাই দ্রুত উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ করে রংপুর তথা উত্তবঙ্গের ছাত্র-জনতার ক্ষোভ প্রশমন করবেন বলে বিশ্বাস। বেঁধে দেয়া সময়ের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেয়া না হলে পঞ্চগড় জিরো পয়েন্ট, ঠাকুরগাঁও গোল চত্বর, দিনাজপুর দশমাইল বাইপাস, রংপুর মডার্ণ মোড় , রংপুর রেল স্টেশন, নীলফামারী, কুড়িগ্রাম তিস্তা গাইবান্ধা, ঢাকা ও রংপুর মহাসড়ক ব্লকেড করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলমগীর নয়ন। এসময় রংপুর জেলার সমন্বয়ক সদস্য ইয়াসীর আরাফাতসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

৩ দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরবঙ্গ বিচ্ছিন্নের আল্টিমেটাম

আপডেট সময় ১১:১৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

উত্তরবঙ্গ থেকে তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না দিলে ঢাকা থেকে উত্তরবঙ্গ বিচ্ছিন্নের হুশিয়ারি দিয়ে সংবাদ সম্মেলন করেছে রংপুরের ছাত্র-জনতা। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রংপুর নগরীর স্থানীয় কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে দেশে যে বিপ্লব সংঘটিত হয়েছিলো, সেই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জনের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন। সেই ১৭ জনের মধ্যে উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টাও নিয়োগ দেয়া হয়নি। পরবর্তীতে ১৬ আগস্ট ২ জন এবং ১০ নভেম্বর ৩ জন উপদেষ্টা হিসেবে শপথ নেন। তিনদফায় উপদেষ্টা পরিষদের শপথ নিলেও রংপুর তথা উত্তরবঙ্গ থেকে একজনেরও উপদেষ্টা হিসেবে ঠাঁই হয়নি।

এই ঘটনায় মর্মাহত হন উত্তরবঙ্গের ছাত্র-জনতা। উপদেষ্টা পরিষদে রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে গত ১১, ১২ ও ১৩ নভেম্বর বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধসহ টানা কর্মসূচি পালন করা হয়। সম্প্রতি দুইজন উপদেষ্টা রংপুরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে এসে রংপুর থেকে উপদেষ্টা নিয়োগের কোনো আলোচনায় হয়নি বলে জানান। এটি জানার পর থেকে রংপুরের মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাই দ্রুত উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ করে রংপুর তথা উত্তবঙ্গের ছাত্র-জনতার ক্ষোভ প্রশমন করবেন বলে বিশ্বাস। বেঁধে দেয়া সময়ের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেয়া না হলে পঞ্চগড় জিরো পয়েন্ট, ঠাকুরগাঁও গোল চত্বর, দিনাজপুর দশমাইল বাইপাস, রংপুর মডার্ণ মোড় , রংপুর রেল স্টেশন, নীলফামারী, কুড়িগ্রাম তিস্তা গাইবান্ধা, ঢাকা ও রংপুর মহাসড়ক ব্লকেড করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলমগীর নয়ন। এসময় রংপুর জেলার সমন্বয়ক সদস্য ইয়াসীর আরাফাতসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।