ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

প্রশাসনকে দোসরমুক্ত না করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় : ডা. রফিকুল ইসলাম

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, ‌‘পতিত আওয়ামী স্বৈরশাসক রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। দেড় দশক এ রাষ্ট্রকে কুড়ে কুড়ে খেয়েছে। এদেশটি নতুন করে সাজাতে হলে রাষ্ট্রকে দোসরমুক্ত করতে হবে। প্রশাসনকে দোসরমুক্ত না করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।’

তিনি বলেন, ‘দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আর তার নীল নকশা বাস্তবায়নে তার দোসররা ওৎ পেতে আছে। সুযোগ পেলেই ছোবল দেবে।’

আজ শুক্রবার কাকরাইলে আইডিইবি ঢাকা জেলা কার্যালয়ে গণপ্রকৌশলী দিবস ২৪ এবং আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. রফিক বলেন, ‘গণধিকৃত আওয়ামী লীগ শুধু রাষ্ট্রের সম্পদ লুট করেই ক্ষান্ত হয়নি, করোনার টিকায় ভেজাল, মশার ওষুধে ভেজাল, খাবার স্যালাইনে ভেজালও করেছে। নিম্নমানের ওষুধ সরবরাহ করে বাজারজাত করেছে। এসব করতে তাদের বিবেক একটুও কাঁপেনি। তারাতো জনগণের নির্বাচিত সরকার ছিল না। তাই জনগণ মারা গেলে তাদের কিছুই আসে যেত না। তারা মায়াকান্না করতো স্থাপনা ও ইমারতের জন্য। কারণ, এগুলো তৈরির নামে লুট করেছে লক্ষ কোটি টাকা।’

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকলে সে সরকার দেশবাসীর কষ্ট বুঝতে চায় না। বর্তমান অন্তবর্তীকালীন সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না হলেও ছাত্রজনতার আন্দোলনের ফসল। তবে, সরকারকে মনে রাখতে হবে ভোটের অধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলনে হাজারও মানুষ শহিদ হয়েছে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকারের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করতে হবে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।’

আইডিইবির অন্তবর্তীকালীন আহ্বায়ক ইঞ্জিনিয়ার কবির হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অ্যাব মহাসচিব ইঞ্জিনিয়ার হাছিন আহমেদ, আইডিইবির সদস্য সচিব ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

প্রশাসনকে দোসরমুক্ত না করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় : ডা. রফিকুল ইসলাম

আপডেট সময় ০৭:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, ‌‘পতিত আওয়ামী স্বৈরশাসক রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। দেড় দশক এ রাষ্ট্রকে কুড়ে কুড়ে খেয়েছে। এদেশটি নতুন করে সাজাতে হলে রাষ্ট্রকে দোসরমুক্ত করতে হবে। প্রশাসনকে দোসরমুক্ত না করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।’

তিনি বলেন, ‘দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আর তার নীল নকশা বাস্তবায়নে তার দোসররা ওৎ পেতে আছে। সুযোগ পেলেই ছোবল দেবে।’

আজ শুক্রবার কাকরাইলে আইডিইবি ঢাকা জেলা কার্যালয়ে গণপ্রকৌশলী দিবস ২৪ এবং আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. রফিক বলেন, ‘গণধিকৃত আওয়ামী লীগ শুধু রাষ্ট্রের সম্পদ লুট করেই ক্ষান্ত হয়নি, করোনার টিকায় ভেজাল, মশার ওষুধে ভেজাল, খাবার স্যালাইনে ভেজালও করেছে। নিম্নমানের ওষুধ সরবরাহ করে বাজারজাত করেছে। এসব করতে তাদের বিবেক একটুও কাঁপেনি। তারাতো জনগণের নির্বাচিত সরকার ছিল না। তাই জনগণ মারা গেলে তাদের কিছুই আসে যেত না। তারা মায়াকান্না করতো স্থাপনা ও ইমারতের জন্য। কারণ, এগুলো তৈরির নামে লুট করেছে লক্ষ কোটি টাকা।’

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকলে সে সরকার দেশবাসীর কষ্ট বুঝতে চায় না। বর্তমান অন্তবর্তীকালীন সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না হলেও ছাত্রজনতার আন্দোলনের ফসল। তবে, সরকারকে মনে রাখতে হবে ভোটের অধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলনে হাজারও মানুষ শহিদ হয়েছে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকারের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করতে হবে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।’

আইডিইবির অন্তবর্তীকালীন আহ্বায়ক ইঞ্জিনিয়ার কবির হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অ্যাব মহাসচিব ইঞ্জিনিয়ার হাছিন আহমেদ, আইডিইবির সদস্য সচিব ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।