অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর পুঠিয়ায় স্বামীকে গাছে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাত জনকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে ৮ জনকে আসামি করে পুঠিয়া থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূইয়া পিপিএম বলেন, ভুক্তভোগী ওই গৃহবধূকে পরীক্ষার জন্য দুপুরেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ দিকে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক সাত জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আগামীকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
নির্যাতিত গৃহবধূর স্বামী জানান, বুধবার বিকেলে স্ত্রীকে নিয়ে তার শ্বশুরবাড়ি বাগমাড়া উপজেলার তাহেরপুরে বেড়াতে যায়। পরে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ভ্যানগাড়ি যোগে বাসায় ফিরছিলেন। পথেই বটতলা-কার্তিকপাড়া এলাকার মাঝামাঝি এলে আনুমানিক রাত ৮টার দিকে জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া গ্রামের পুকুরচাষি নবির উদ্দিন, মিজান আলীসহ ৭-৮ জন ব্যক্তি তাদের গতিরোধ করে জোরপূর্বক তাদের ভ্যান থেকে নামিয়ে পাশেই নবির উদ্দিন ও মিজানের একটি পুকুর পাড়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আমাদের পথ আগলে যখন দাড়ায় নবির উদ্দিন ও মিজানসহ ৭-৮ জনের হাতেই ধারালো দেশীয় অস্ত্র ছিলো এবং অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের পুকুর পাড়ে নিয়ে যায় এবং চিৎকার চেঁচামেচি করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তারা। ৭-৮ জনের মধ্যে নবির উদ্দিন ও মিজান নামের দু’জনকে তিনি চিনতে পারেন। বাঁকিদের আগে কখনো দেখেননি বলেও জানান তিনি।
তিনি জানান, পুকুরপাড়ে নিয়ে গিয়ে আমাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে এবং রাত ৮টা থেকে মধ্যরাত আনুমানিক ১২টা পর্যন্ত পুকুরপাড়ে ৭-৮ জন মিলে একাধিকবার আমার স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে অনেক অনুরোধ করলে এবং এই ঘটনা কাওকে না জানানোর শর্তে আমাদের প্রাণে না মেরে ছেড়ে দেয় তারা। সঙ্গে সঙ্গে দুইজনে উদ্ধার হয়ে ওই রাতেই ভ্যান যোগে পুঠিয়া থানায় এসে পুলিশের কাছে খুলে বলেন।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান জানান, অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে পুঠিয়া থানার সেকেন্ড অফিসার এসআই প্রনয় কুমার, এসআই সাইফুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স পাঠিয়ে ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে ধারালো দেশীও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে গৃহবধূর স্বামী বাদি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন বলে জানান থানার এই কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 
























