অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের সাজিদুর রহমান টেনু মিয়া (৫০) নামের এক সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আদিত্যপুর নামক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত টেনু মিয়া উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দাকামাল গ্রামের আপ্তাব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মামলায় আদালতে হাজিরা দিতে সকাল ৭টার দিকে অটোরিকশায় করে হবিগঞ্জ যাচ্ছিলেন টেনু মিয়া। সকাল ৮টার দিকে তিনি উপজেলার আদিত্যপুর নামক স্থানে পৌঁছালে একটি মাইক্রোবাস তাকে বহনকারী অটোরিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশা থেকে টেনু মিয়াকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
হবিগঞ্জের জ্যেষ্ঠ পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধের কারণ বিরোধি পক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























