অাকাশ জাতীয় ডেস্ক:
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, রোহিঙ্গাদের নিয়ে বিএনপি নতুন সন্ত্রাসী খেলায় মেতে উঠতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের সেভ জোনে রাখার প্রস্তাব বিএনপি ভালো চোখে দেখছে না। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, তারা (বিএনপি) সরকারের গৃহীত পদক্ষেপের বিরোধিতা করছে, বিএনপি চায় রোহিঙ্গারা সারা দেশে ছড়িয়ে পড়ুক। এছাড়া বিএনপি রোহিঙ্গাদের সেভ জোনে রাখার বিরুদ্ধাচারণ করছে।
তিনি আরো বলেন, বিএনপি প্রধান বিচারপতির ছুটি নিয়েও রাজনীতি করতে চায়। বিচারপতির অসুস্থতাকে তারা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তারা প্রধান বিচারপতি ও রোহিঙ্গাদের ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চায়।
আকাশ নিউজ ডেস্ক 





















