অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মাত্র ৯০ মিনিটে উত্তর-পূর্ব লন্ডনের হ্যাকনি, স্টোক নিউইংটন এবং ইসলিংটনের এই পাঁচটি স্থানে এসিড হামলার ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
জানা যায়, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে হ্যাকনি রোডে প্রথম হামলা হয়। সে সময় ৩২ বছরের এক ব্যক্তি স্কুটিতে করে হ্যাকনি রোড দিয়ে যাচ্ছিলেন। পাশে অন্য একটি স্কুটিতে থাকা দুই ব্যক্তির একজন তার দিকে এসিড ছোড়ে। হামলায় ওই ব্যক্তির মুখমণ্ডল মারাত্মকভাবে ঝলসে যায়। অনুরূপভাবে আরো কয়েকটি হামলা করা হয়।
এ হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের ক্ষত বেশ বিপজ্জনক বলে জানা গেছে।এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, আটকের পর ওই কিশোরকে পূর্ব লন্ডন পুলিশ স্টেশনে রাখা হয়েছে। এছাড়া গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, তিনটি এলাকায় কাছাকাছি সময়ে ওই হামলাগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে।