অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইসরায়েল অধিকৃত জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের গুলিতে সন্দেহভাজন তিন ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার জেরুজালেমের প্রাচীন শহরে আল-আকসার একটি গেটের কাছে এ ঘটনা ঘটে।ইসরায়েলের পুলিশের ভাষ্য, তিন ফিলিস্তিনি বন্দুকধারী আল-আকসা মসজিদের একটি গেটের কাছাকাছি এসে প্রকাশ্যে গুলি ছুড়তে থাকে। এতে তিন ইসরায়েলি আহত হন। এর পর বন্দুকধারীরা আল-আকসা মসজিদের দিকে পালাতে থাকেন। এ সময় ইসরায়েলি পুলিশ গুলি চালালে তাঁরা নিহত হন।
আল-জাজিরার জেরুজালেম প্রতিবেদক হ্যারি ফসটে জানান, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জেরুজালেমের প্রাচীন শহরের দুং গেট এলাকায় ফিলিস্তিনি বন্দুকধারীদের গোলাগুলি হয়।ফসটেবলেন, ‘আল-আকসা মসজিদের ব্যবস্থাপকরা জানিয়েছেন, দুই ফিলিস্তিনির মৃতদেহ মসজিদসংলগ্ন প্রাঙ্গণে পড়ে ছিল। গুলিতে আহত দুই পুলিশ কর্মকর্তার অবস্থা গুরুতর বলে স্থানীয় একটি হাসপাতাল সূত্রে জানা গেছে।গোলাগুলির ঘটনার পর ইসরায়েলের পুলিশ আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে। ফলে জুমার দিনের নামাজও অনুষ্ঠিত হচ্ছে না মসজিদটিতে।
পৃথক ঘটনায় শুক্রবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের দেইশেহ শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক যুবক (১৮) নিহত হন। এ ঘটনায় আরো দুজনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
আকাশ নিউজ ডেস্ক 



















