ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

সালমানকে হুমকি দিয়ে ৫ কোটি রুপি দাবি, গ্রেফতার সবজি বিক্রেতা

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড ভাইজানখ্যাত সালমান খানকে হুমকি বার্তা পাঠানোর অভিযোগে জামশেদপুর থেকে এক সবজি বিক্রেতাকে আটক করেছে মুম্বাই পুলিশ। ওরলি পুলিশের একটি দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। হুমকিদাতার নাম হুসেন শেখ মৌসিন (২৪)। তিনি জামশেদপুরের একজন সবজি বিক্রেতা।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তদন্তের জন্য তাকে মুম্বাই নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে অভিনেতার কাছ থেকে পাঁচ কোটি রুপি দাবি করে একটি হুমকি বার্তা আসে। যেখানে লেখা ছিল— যদি সালমান খান বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতে চান, তাহলে তাকে পাঁচ কোটি রুপি দিতে হবে। আর যদি সালমান তা না দেন, তাহলে তার অবস্থা বাবা সিদ্দিকীর থেকেও খারাপ হবে। এই বার্তাটিকে যেন হালকাভাবে না নেওয়া হয়।

এ ঘটনার পরপরই পুলিশ মামলা করে তদন্তে নামে। তদন্ত শুরু হওয়ার পর ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে আরও একটি মেসেজ আসে, যেখানে দাবি করা হয়— আগের মেসেজটি ভুল করে পাঠানো হয়েছে।

পুলিশ ঝাড়খণ্ডে থাকা নম্বরটি ট্র্যাক করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার অভিযানে মাঠে নেমে পড়ে। এ ঘটনার পর পরই জামশেদপুর থেকে সবজি বিক্রেতা শেখ মৌসিনকে গ্রেফতার করা হয়।

এদিকে লাগাতার খুনের হুমকির জন্য সালমান খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ইতোমধ্যে দুই কোটি রুপির বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন সালমান। এখন সে গাড়িতেই যাতায়াত করছেন অভিনেতা। এমনকি রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সেটেও সেরাসহ ৬০ জন নিরাপত্তারক্ষীর সুরক্ষাকবচ থাকছে প্রতিদিন।

যদিও এখনো পর্যন্ত হুমকির বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি সালমানকে। তবে এর মাঝেই আগামী ছবি ‘সিকান্দর’-এর শুটিং শুরু করলেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এ ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি ‘গজনি’-এর পরিচালক এআর মুরুগাদোস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

সালমানকে হুমকি দিয়ে ৫ কোটি রুপি দাবি, গ্রেফতার সবজি বিক্রেতা

আপডেট সময় ১০:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড ভাইজানখ্যাত সালমান খানকে হুমকি বার্তা পাঠানোর অভিযোগে জামশেদপুর থেকে এক সবজি বিক্রেতাকে আটক করেছে মুম্বাই পুলিশ। ওরলি পুলিশের একটি দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। হুমকিদাতার নাম হুসেন শেখ মৌসিন (২৪)। তিনি জামশেদপুরের একজন সবজি বিক্রেতা।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তদন্তের জন্য তাকে মুম্বাই নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে অভিনেতার কাছ থেকে পাঁচ কোটি রুপি দাবি করে একটি হুমকি বার্তা আসে। যেখানে লেখা ছিল— যদি সালমান খান বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতে চান, তাহলে তাকে পাঁচ কোটি রুপি দিতে হবে। আর যদি সালমান তা না দেন, তাহলে তার অবস্থা বাবা সিদ্দিকীর থেকেও খারাপ হবে। এই বার্তাটিকে যেন হালকাভাবে না নেওয়া হয়।

এ ঘটনার পরপরই পুলিশ মামলা করে তদন্তে নামে। তদন্ত শুরু হওয়ার পর ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে আরও একটি মেসেজ আসে, যেখানে দাবি করা হয়— আগের মেসেজটি ভুল করে পাঠানো হয়েছে।

পুলিশ ঝাড়খণ্ডে থাকা নম্বরটি ট্র্যাক করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার অভিযানে মাঠে নেমে পড়ে। এ ঘটনার পর পরই জামশেদপুর থেকে সবজি বিক্রেতা শেখ মৌসিনকে গ্রেফতার করা হয়।

এদিকে লাগাতার খুনের হুমকির জন্য সালমান খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ইতোমধ্যে দুই কোটি রুপির বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন সালমান। এখন সে গাড়িতেই যাতায়াত করছেন অভিনেতা। এমনকি রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সেটেও সেরাসহ ৬০ জন নিরাপত্তারক্ষীর সুরক্ষাকবচ থাকছে প্রতিদিন।

যদিও এখনো পর্যন্ত হুমকির বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি সালমানকে। তবে এর মাঝেই আগামী ছবি ‘সিকান্দর’-এর শুটিং শুরু করলেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এ ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি ‘গজনি’-এর পরিচালক এআর মুরুগাদোস।