অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রামের রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছেন। কাঁধে ভারী ব্যাগ। আশে পাশে কোনো নিরাপত্তা কর্মী নেই। মোদির মনোযোগ শুধুমাত্র হাতের মুঠোফোনটির দিকে। কোনো দিকে যেন হুশ নেই। চশমাটা চোখে নেই। চশমাটা কপালে তোলা। আর ভারতের এআইবি নামের একটি কমেডি গ্রুপ এমন ছবি টুইট করেছে। এবার গ্রুপটির বিরুদ্ধে মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে।
কারণ মোদির মতো দেখতে হলেও ছবিটি মোদির ছিল না। অন্য এক বয়স্ক লোকের ছিল। অথচ ছবিটি নিয়েই মোদিকে বিদ্রুপ করা হয়েছে। ছবিটি ভাইরাল হয়ে যাওয়ায় মুম্বাই পুলিশের নজরে আসে। পরে সেটি তদন্তের জন্য সাইবার সেলে পাঠিয়েছে তারা। এআইবি ছবিটি মুছে দিয়ে ক্ষমা চেয়েছে। কিন্তু শেষ রক্ষা বোধ হয় হচ্ছে না।
আকাশ নিউজ ডেস্ক 



















