ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

সীমান্ত পার হয়ে ভারত যাওয়ার চেষ্টা করার সময় দুই নারী আটক

আকাশ জাতীয় ডেস্ক :

সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করলেও শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

আটক দুইজন হলেন- বুড়িচং উপজেলার ভাড়াল্লা ঘাড়ুচো গ্রামের স্বপনের ইসলামের স্ত্রী শিল্পী আক্তার (৩৩) ও একই এলাকার শফিক আলমের স্ত্রী সুলতানা আক্তারকে (২০) আটক করা হয়। তারা দুজন কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় (ঝাউতলা) এলাকায় থাকতেন।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতীয় মানব চোরাকারবারী চক্রের সদস্য সিপাহীজলা জেলার সোনামুড়া থানার ইউএনসি নগর গ্রামের মো. আব্দুল জলিল (৩০) ও নাছির মিয়ার মাধ্যমে পাচার হওয়ার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করে।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহল দল তাদের আটক করে। সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর এলাকায় তাদের আটক করা হয়। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার আদর্শ সদর থানায় পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

সীমান্ত পার হয়ে ভারত যাওয়ার চেষ্টা করার সময় দুই নারী আটক

আপডেট সময় ০১:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করলেও শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

আটক দুইজন হলেন- বুড়িচং উপজেলার ভাড়াল্লা ঘাড়ুচো গ্রামের স্বপনের ইসলামের স্ত্রী শিল্পী আক্তার (৩৩) ও একই এলাকার শফিক আলমের স্ত্রী সুলতানা আক্তারকে (২০) আটক করা হয়। তারা দুজন কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় (ঝাউতলা) এলাকায় থাকতেন।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতীয় মানব চোরাকারবারী চক্রের সদস্য সিপাহীজলা জেলার সোনামুড়া থানার ইউএনসি নগর গ্রামের মো. আব্দুল জলিল (৩০) ও নাছির মিয়ার মাধ্যমে পাচার হওয়ার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করে।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহল দল তাদের আটক করে। সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর এলাকায় তাদের আটক করা হয়। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার আদর্শ সদর থানায় পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।