অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ডোকলাম সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে। এ অবস্থায় সংঘাতের আশঙ্কা করছেন অনেকেই। তবে উভয় দেশের সংঘাতের আশঙ্কা নাকচ করে কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছে ভারত।
গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে জানান, আমাদের কূটনৈতিক মাধ্যম খোলা রয়েছে। দু’দেশেই একে অপরের দূতাবাস রয়েছে। ওই মাধ্যমগুলিকে ব্যবহার করা হচ্ছে। বাগলে মনে করিয়ে দেন, সীমান্ত সমস্যার সমাধানের জন্য ভারত ও চিনের সংগঠিত ও পারস্পরিক সম্মত পন্থা রয়েছে।
ভারতের তরফ থেকে আরও জানানো হয়েছে যে, হামবুর্গে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট সি জিনপিং-এর মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। জার্মানিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া বৈঠকের উল্লেখ করে বাগলে বলেন, হামবুর্গে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে। সেখানে বিভিন্ন ইস্যু উঠে এসেছে। যদিও, ডোকালাম প্রসঙ্গে দুজনের মধ্যে কথা হয়েছে কি না সেই নিয়ে খোলসা করেননি বাগলে। অন্যদিকে, দ্বিপাক্ষিক বৈঠকের কথা অস্বীকার করেছে চীন।