ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

কিশোরীর সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল, এলাকাছাড়া পরিবার

আকাশ জাতীয় ডেস্ক :

ফরিদপুরের নগরকান্দায় এক কিশোরীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে দুই যুবকের বিরুদ্ধে।

এ ঘটনার পর নজরুল শেখ নামে এক ইউটিউবার ওই কিশোরীর সাক্ষাৎকার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে। পরে লজ্জায় এলাকা ছাড়ে কিশোরীর পরিবার।

ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিলে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবিরের কাছে ওই ইউটিউবার ক্ষমা প্রার্থনা করে মুচলেকা জমা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় এক ইজিবাইক চালকসহ দুই যুবকের কাছে ধর্ষণের শিকার হন ওই কিশোরী। অভিযুক্ত দুই যুবক হলেন- উপজেলার আটাইল গ্রামের সাদের হোসেনের ছেলে অটোচালক ইমান আলী (২৬) ও ফজলু শেখের ছেলে নাছির শেখ (২৫)।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ওই কিশোরী তার বোনের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার জন্য তালমা মোড় থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। কিন্তু তাকে নির্ধারিত স্থানে না নিয়ে আটাইল গ্রামের ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যান। পরে ওই অটোচালক ও তার বন্ধু কিশোরীকে ধর্ষণচেষ্টা চালান। ওই কিশোরীর চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের জিম্মায় দেন।

এরপর সাংবাদিক পরিচয়ে স্থানীয় পশু চিকিৎসক নজরুল শেখ ভুক্তভোগী কিশোরীর ভিডিও জবানবন্দি নেন এবং সেটি তার ফেসবুক পেজে নীতিমালা বহির্ভূতভাবে প্রচার করেন। এ ঘটনার পরে লজ্জায় ওই কিশোরী ও তার পরিবার ঢাকায় এক আত্মীয়ের বাসায় চলে যান।

এ বিষয়ে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন বকুল বলেন, ওই কিশোরীকে হেনস্তা করার চেষ্টা চালালে সে দৌড়ে পাশের একটি বাড়িতে ওঠে। পরে আমি খবর পেয়ে তাকে পরিবারের কাছে পৌঁছে দেই।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির বলেন, কিশোরী ধর্ষণচেষ্টার ঘটনাটি শুনেছি কিন্তু এ ঘটনার পর স্থানীয় এক সাংবাদিক ভিকটিমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় ওই কিশোরীসহ পরিবার ঢাকায় চলে গেছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এছাড়া স্থানীয় কয়েকজন সাংবাদিককে ডেকে ওই সাংবাদিক ঠিক করেছে কিনা জানতে চেয়েছি এবং তাকে বোঝানো হয়েছে। তবে কোনো মুচলেকা নেওয়া হয়নি।

এদিকে মুচলেকা দেওয়ার কথা স্বীকার করে ওই সাংবাদিক (ইউটিউবার) বলেন, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এবং মেয়েটির উপকারের জন্যই ভিডিওটি প্রকাশ করেছিলাম। নিয়ম না মেনে ভিডিও ছাড়া ভুল হয়েছিল, পরে ডিলিট করে দিয়েছি। এ ব্যাপারে  সকালে ইউএনও আমার কাছ থেকে মুচলেকাও নিয়েছেন।

এ ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই যুবক পলাতক রয়েছেন। অভিযুক্ত ইমান আলীর স্ত্রী বলেন, ঘটনার পর থেকে তার ফোন বন্ধ, কোথায় আছে জানি না।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী বলেন, ঘটনাটি সম্পর্কে আমার জানা নেই। কেউ থানায় অভিযোগও দেননি। অভিযোগ দিলে বা মামলা করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

কিশোরীর সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল, এলাকাছাড়া পরিবার

আপডেট সময় ১০:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

ফরিদপুরের নগরকান্দায় এক কিশোরীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে দুই যুবকের বিরুদ্ধে।

এ ঘটনার পর নজরুল শেখ নামে এক ইউটিউবার ওই কিশোরীর সাক্ষাৎকার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে। পরে লজ্জায় এলাকা ছাড়ে কিশোরীর পরিবার।

ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিলে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবিরের কাছে ওই ইউটিউবার ক্ষমা প্রার্থনা করে মুচলেকা জমা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় এক ইজিবাইক চালকসহ দুই যুবকের কাছে ধর্ষণের শিকার হন ওই কিশোরী। অভিযুক্ত দুই যুবক হলেন- উপজেলার আটাইল গ্রামের সাদের হোসেনের ছেলে অটোচালক ইমান আলী (২৬) ও ফজলু শেখের ছেলে নাছির শেখ (২৫)।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ওই কিশোরী তার বোনের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার জন্য তালমা মোড় থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। কিন্তু তাকে নির্ধারিত স্থানে না নিয়ে আটাইল গ্রামের ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যান। পরে ওই অটোচালক ও তার বন্ধু কিশোরীকে ধর্ষণচেষ্টা চালান। ওই কিশোরীর চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের জিম্মায় দেন।

এরপর সাংবাদিক পরিচয়ে স্থানীয় পশু চিকিৎসক নজরুল শেখ ভুক্তভোগী কিশোরীর ভিডিও জবানবন্দি নেন এবং সেটি তার ফেসবুক পেজে নীতিমালা বহির্ভূতভাবে প্রচার করেন। এ ঘটনার পরে লজ্জায় ওই কিশোরী ও তার পরিবার ঢাকায় এক আত্মীয়ের বাসায় চলে যান।

এ বিষয়ে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন বকুল বলেন, ওই কিশোরীকে হেনস্তা করার চেষ্টা চালালে সে দৌড়ে পাশের একটি বাড়িতে ওঠে। পরে আমি খবর পেয়ে তাকে পরিবারের কাছে পৌঁছে দেই।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির বলেন, কিশোরী ধর্ষণচেষ্টার ঘটনাটি শুনেছি কিন্তু এ ঘটনার পর স্থানীয় এক সাংবাদিক ভিকটিমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় ওই কিশোরীসহ পরিবার ঢাকায় চলে গেছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এছাড়া স্থানীয় কয়েকজন সাংবাদিককে ডেকে ওই সাংবাদিক ঠিক করেছে কিনা জানতে চেয়েছি এবং তাকে বোঝানো হয়েছে। তবে কোনো মুচলেকা নেওয়া হয়নি।

এদিকে মুচলেকা দেওয়ার কথা স্বীকার করে ওই সাংবাদিক (ইউটিউবার) বলেন, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এবং মেয়েটির উপকারের জন্যই ভিডিওটি প্রকাশ করেছিলাম। নিয়ম না মেনে ভিডিও ছাড়া ভুল হয়েছিল, পরে ডিলিট করে দিয়েছি। এ ব্যাপারে  সকালে ইউএনও আমার কাছ থেকে মুচলেকাও নিয়েছেন।

এ ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই যুবক পলাতক রয়েছেন। অভিযুক্ত ইমান আলীর স্ত্রী বলেন, ঘটনার পর থেকে তার ফোন বন্ধ, কোথায় আছে জানি না।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী বলেন, ঘটনাটি সম্পর্কে আমার জানা নেই। কেউ থানায় অভিযোগও দেননি। অভিযোগ দিলে বা মামলা করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।