অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর পুঠিয়ায় জনসভায় যাওয়ার গাড়ি ভাড়া বাবদ বিপদগ্রস্ত শিক্ষকের নিকট থেকে নেয়া টাকা ফেরত দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। বুধবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুলের মাধ্যমে সেই টাকা শিক্ষক পরিবারকে ফেরত দেয়া হয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, রাজশাহীর হরিয়ান সুগার মিল মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার গাড়ি ভাড়া বাবদ পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন এলাকার এক বিপদগ্রস্ত শিক্ষকের নিকট থেকে বিএনপির থেকে আগত বর্তমান ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা মোটা অঙ্কের টাকা দাবি করে।
পরবর্তী সময়ে সেই শিক্ষকের পরিবার থেকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়। পরে বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে বুধবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুলের মাধ্যমে সেই টাকা শিক্ষক পরিবারকে ফেরত প্রদান করে।
শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, সাংসদের মাধ্যমে আমাদের এখানে গাড়ি বরাদ্দ ছিল। আর সভার নামে যারা টাকা নিয়েছেন তাদেরকে বলার পর তারা টাকা ফেরত দিয়েছে।
এ ব্যাপারে পৌর মেয়র রবিউল ইসলাম রবি জানান, আমিও বিষয়টি শুনেছি। আমরা সাংসদের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গাড়ি ভাড়া করে দিয়েছি। সেখানে কেউ যদি দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাদের দলে থাকার কোন অধিকার নেই।
আকাশ নিউজ ডেস্ক 
























