অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের এক এমপি এলাকা পরিদর্শনে গিয়ে সমর্থকদের কাঁধে চড়ে সমালোচনার ঝড় তুলেছেন। পানি পার হতে গিয়ে ওই এমপি দুই সমর্খকের কাঁধে চড়েন ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে। উড়িষ্যার মালকানগিড়ি অঞ্চলে মানস মাদকামি নামে বিজু জনতা দলের (বিজেডি) এমপি এই কাণ্ড ঘটান। এই এমপির সাথে আরেক এমপি বালাভদ্র মাঝিও তার সঙ্গে ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। তবে তার সঙ্গী নেতা হেটেই পানি পার হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হচ্ছে, নিজেই কাঁধে নিতে বলেছিলেন মাদকামি তার সমর্থকদের। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে অবশ্য মাদকামি তার স্বপক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, এটা আসলে সমর্থকদের ভালোবাসা ছিল। তারা আমাকে পানির ওই অংশটুকু পার করতে পেরে গর্বিত অনুভব করছিল।
মালকানগিড়ি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রমা পাটনায়েক বলেন, বিজেডি সরকার এবং এর এমএলএ`রা সাধারণ মানুষজনের ওপর রীতিমতো নির্যাতন চালাচ্ছে এবং এটা জেলার জন্য লজ্জাজনক, সরকারের জন্যও।
আকাশ নিউজ ডেস্ক 

























