অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি যে কোনো গভীর ষড়যন্ত্রে ব্যর্থ হয়েছে। এছাড়া প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় কারণেই এখন উদ্বিগ্ন হয়ে তারা উন্মাদের মতো আচরণ করছেন।
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া গণ-সংবর্ধণার প্রস্তুতি দেখতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বরসব কথা বলেন তিনি। তিনি বলেন, এটি রাজনৈতিক শোডাউন নয়। রোহিঙ্গা সমস্যা সফলভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা ও দেশের সার্বিক উন্নয়নের রূপকার হিসেবেই এ সংবর্ধনা দেয়া হচ্ছে। এছাড়া প্রধান বিচারপতি অসুস্থ হতেই পারেন। এ নিয়ে বিএনপি বিচলিত কেন?
তিনি আরো বলেন, যেকোনো নির্বাচনেই বিজয়ী হওয়ার ক্ষমতা রাখে আওয়ামী লীগ। বিএনপির মতো ষড়যন্ত্রকারীদের পক্ষে জনগণ থাকবে না।
আকাশ নিউজ ডেস্ক 






















