আকাশ জাতীয় ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রূপরেখা অনুযায়ী ২০২৩ সালের নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ওই বছরের ডিসেম্বরের শেষ অথবা ২০২৪ সালের জানুয়ারি প্রথম সপ্তাহে।
বুধবার সকালে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সভায় রোডম্যাপ ঘোষণা করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে বুধবার সকালে এ কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়।
অসুস্থ থাকার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব তার বক্তব্যে সিইসির অসুস্থতার কথা জানান।
আকাশ নিউজ ডেস্ক 



















