ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

বাঙালি সাজে মায়ের হাতে সাধ খেলেন বিপাশা

আকাশ বিনোদন ডেস্ক :  

পরনে লাল শাড়ি, কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর। এ যেন একেবারেই বাঙালি বধূর রূপ। ঠিক এই সাজেই সাধের অনুষ্ঠান সারলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

পেট ভরে খেলেন মায়ের হাতের রান্না। বিপাশার পাতে পড়ল ভাত, ডাল, সাতরকম ভাজি, মাছ, মাংস, চাটনি, পায়েস। এমনকী, ছিল পোলাও। এর সঙ্গে ধান-দূর্বা দিয়ে মেয়েকে আর্শীবাদ করলেন মা মমতা বসু।

আর সেই ছবি ও ভিডিও পোস্ট করে বিপাশা লেখেন, ‘আমার সাধ। ধন্যবাদ মা। ’ শুধু তাই নয়। মাকে পাশে নিয়ে আরেকটি ছবিও পোস্ট করেন বিপাশা। সেই ছবির ক্যাপশনে বিপাশা লেখেন, ‘তোমার মতো মা হতে চাই!’

অনেক দিনের স্বপ্ন ছিল বিপাশার। কোল জুড়ে আসবে ফুটফুটে সন্তান। একবার সংবাদ মাধ্যমে বিপাশা বলেছিলেন, প্রয়োজনে তিনি সন্তান দত্তকও নিতে পারেন। তবে আপাতত, তার আর প্রয়োজন নেই। মা হতে চলেছেন বিপাশা।

স্বামী করণকে সঙ্গে নিয়ে সে সুখবর বিপাশা নিজেই শেয়ার করেছিলেন। তারপর থেকেই নানা সময়ে বিপাশা শেয়ার করছেন তার মাতৃত্বকালীন সময় কাটানোর নানা ছবি ও ভিডিও।

বেবি বাম্প নিয়ে স্পেশাল ফটোশুট করা বলিউডে এখন ট্রেন্ড। আনুষ্কা, কারিনা, সোনমের পর সেই তালিকায় নাম লিখিয়েছেন বিপাশা বসুও। ইনস্টাগ্রামে সেই ফটোশুট শেয়ার করেন অভিনেত্রী।

২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি করণের সঙ্গে সম্পর্কের সূত্রপাত বিপাশার। ২০১৬ সালে বিয়ে করেন তারা। প্রথমবার তাদের সংসারে আসছে নতুন অতিথি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

বাঙালি সাজে মায়ের হাতে সাধ খেলেন বিপাশা

আপডেট সময় ১০:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

আকাশ বিনোদন ডেস্ক :  

পরনে লাল শাড়ি, কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর। এ যেন একেবারেই বাঙালি বধূর রূপ। ঠিক এই সাজেই সাধের অনুষ্ঠান সারলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

পেট ভরে খেলেন মায়ের হাতের রান্না। বিপাশার পাতে পড়ল ভাত, ডাল, সাতরকম ভাজি, মাছ, মাংস, চাটনি, পায়েস। এমনকী, ছিল পোলাও। এর সঙ্গে ধান-দূর্বা দিয়ে মেয়েকে আর্শীবাদ করলেন মা মমতা বসু।

আর সেই ছবি ও ভিডিও পোস্ট করে বিপাশা লেখেন, ‘আমার সাধ। ধন্যবাদ মা। ’ শুধু তাই নয়। মাকে পাশে নিয়ে আরেকটি ছবিও পোস্ট করেন বিপাশা। সেই ছবির ক্যাপশনে বিপাশা লেখেন, ‘তোমার মতো মা হতে চাই!’

অনেক দিনের স্বপ্ন ছিল বিপাশার। কোল জুড়ে আসবে ফুটফুটে সন্তান। একবার সংবাদ মাধ্যমে বিপাশা বলেছিলেন, প্রয়োজনে তিনি সন্তান দত্তকও নিতে পারেন। তবে আপাতত, তার আর প্রয়োজন নেই। মা হতে চলেছেন বিপাশা।

স্বামী করণকে সঙ্গে নিয়ে সে সুখবর বিপাশা নিজেই শেয়ার করেছিলেন। তারপর থেকেই নানা সময়ে বিপাশা শেয়ার করছেন তার মাতৃত্বকালীন সময় কাটানোর নানা ছবি ও ভিডিও।

বেবি বাম্প নিয়ে স্পেশাল ফটোশুট করা বলিউডে এখন ট্রেন্ড। আনুষ্কা, কারিনা, সোনমের পর সেই তালিকায় নাম লিখিয়েছেন বিপাশা বসুও। ইনস্টাগ্রামে সেই ফটোশুট শেয়ার করেন অভিনেত্রী।

২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি করণের সঙ্গে সম্পর্কের সূত্রপাত বিপাশার। ২০১৬ সালে বিয়ে করেন তারা। প্রথমবার তাদের সংসারে আসছে নতুন অতিথি।