আকাশ জাতীয় ডেস্ক:
ছয় মাসের সাজায় গ্রেফতার এড়াতে ১৮ বছর পলাতক ছিলেন ফেনীর সোনাগাজীর অমল চন্দ্র দাস নামে (৫০) এক দিনমজুর।
বৃহস্পতিবার রাতে ফেনী শহরের দাউপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। অমল চন্দ্র সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের সাধন চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, ২০০৪ সালে একটি মামলায় অমল চন্দ্র দাসের ছয় মাসের কারাদণ্ড হয়। গ্রেফতার এড়াতে অমল আত্মগোপনে গিয়ে ঢাকা-চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে দিনমজুরের কাজ করতেন।
সর্বশেষ ফেনী শহরে ভাড়া বাসায় অবস্থান করছেন জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















