ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

‘খোদা আমাকে এমপি বানিয়েছে, আপনারা না’

আকাশ জাতীয় ডেস্ক:  

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ওই ভিডিওতে এমপি তুহিনকে বলতে শোনা যায়— ২০১৪ সালের ৫ জানুয়ারি খোদা আমাকে এমপি বানিয়েছে, আপনারা না। কথা সত্য না মিথ্যা? পেছনের মানুষগুলো কী বোবা? আমি প্রত্যেকটা মানুষের জবাব চাই। আমাকে আপনারা ভোট দেন নাই। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার বিকালে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি তুহিন এসব কথা বলেন। দুবারের এমপির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এমন মন্তব্যে স্থানীয় নেতাদের মাঝে সমালোচনার ঝড় বইছে। তবে ভিডিওটি ‘সুপার এডিটেড’ বলে দাবি করেছেন আনোয়ারুল আবেদিন খান তুহিন।

ভিডিওতে এমপিকে আরও বলতে শোনা যায়- জবাব চাই, আপনাদের কাছে। জবাব মুখে দিতে হবে, পারবেন না দিতে? ভালো না লাগলে সোজা চলে যাবেন, উল্টো দিকে। আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি যা কথা বলব, প্রশ্ন করব, জবাব আপনাদের দিতে হবে।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তুহিন। সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়ার সুযোগে তিনি এমপি নির্বাচিত হন।

পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো এমপি হন তুহিন। এ সময় ওই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালামকে নিয়েও তুহিনকে কথা বলতে শোনা যায়।

তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি খোদা যখন আমাকে এমপি বানাল তখন আমার সঙ্গে যিনি ছিলেন, তিনি আমার সমপর্যায়ের মানুষ ছিলেন না। তিনি অনেক বড় মানুষ ছিলেন। উনি দেখতে সুন্দর, আমার চেয়ে দুই, তিন, পাঁচ, ছয় ইঞ্চি লম্বা ছিলেন। এ দেশের মানুষ কি তখন ভেবেছিল- জেনারেল সাহেবের (সাবেক মেজর জেনারেল আব্দুস সালাম) হঠাৎ করে বিদায় হবে আর তুহিনের হঠাৎ করে নান্দাইলে আগমন হবে?

এমপি তুহিন দাবি করেন, নান্দাইলের মানুষ যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিল, আলেম সমাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারত না, নর্তকির নাচের আওয়াজে মসজিদে ফজরের আজান দিতে পারত না- ঠিক তেমনি এক মুহূর্তে সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আব্দুস সালামকে জব্দ করে খোদা আমার মতো একজন তুচ্ছ মানুষকে এমপি বানালেন।

এ বিষয়ে জানতে চাইলে এমপি তুহিন বলেন, এই ভিডিও সুপার কাট করা। আমার প্রতিপক্ষ এটি করেছে। এমন কোনো কথাই আমি বলিনি। আমার কথা সুপার কাট করে পেস্টিং করা হয়েছে।

ওই সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল। সংসদ সদস্যের বক্তব্যে এ ধরনের কথা ‘ছিল না’ বলে দাবি করে তিনি বলেন, এমপি সাহেব এমন কথাই তার বক্তব্যে বলেননি। একটি কুচক্রি মহল ‘সুপার এডিট’ করে ভিডিওটি ফেসবুকে একটি ফেইক আইডি থেকে ছড়িয়ে দিয়েছে। আমরা তাকে খুঁজছি; তাকে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্মেলনে উপজেলা যুবলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক বাহার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক হাফেজ আজিজুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান মোছা. তাসলিমা আক্তার ও যুবলীগ নেতা মো. শাহজাহানও উপস্থিত ছিলেন বলে জানান হাসান মাহমুদ জুয়েল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

‘খোদা আমাকে এমপি বানিয়েছে, আপনারা না’

আপডেট সময় ০৭:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:  

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ওই ভিডিওতে এমপি তুহিনকে বলতে শোনা যায়— ২০১৪ সালের ৫ জানুয়ারি খোদা আমাকে এমপি বানিয়েছে, আপনারা না। কথা সত্য না মিথ্যা? পেছনের মানুষগুলো কী বোবা? আমি প্রত্যেকটা মানুষের জবাব চাই। আমাকে আপনারা ভোট দেন নাই। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার বিকালে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি তুহিন এসব কথা বলেন। দুবারের এমপির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এমন মন্তব্যে স্থানীয় নেতাদের মাঝে সমালোচনার ঝড় বইছে। তবে ভিডিওটি ‘সুপার এডিটেড’ বলে দাবি করেছেন আনোয়ারুল আবেদিন খান তুহিন।

ভিডিওতে এমপিকে আরও বলতে শোনা যায়- জবাব চাই, আপনাদের কাছে। জবাব মুখে দিতে হবে, পারবেন না দিতে? ভালো না লাগলে সোজা চলে যাবেন, উল্টো দিকে। আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি যা কথা বলব, প্রশ্ন করব, জবাব আপনাদের দিতে হবে।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তুহিন। সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়ার সুযোগে তিনি এমপি নির্বাচিত হন।

পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো এমপি হন তুহিন। এ সময় ওই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালামকে নিয়েও তুহিনকে কথা বলতে শোনা যায়।

তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি খোদা যখন আমাকে এমপি বানাল তখন আমার সঙ্গে যিনি ছিলেন, তিনি আমার সমপর্যায়ের মানুষ ছিলেন না। তিনি অনেক বড় মানুষ ছিলেন। উনি দেখতে সুন্দর, আমার চেয়ে দুই, তিন, পাঁচ, ছয় ইঞ্চি লম্বা ছিলেন। এ দেশের মানুষ কি তখন ভেবেছিল- জেনারেল সাহেবের (সাবেক মেজর জেনারেল আব্দুস সালাম) হঠাৎ করে বিদায় হবে আর তুহিনের হঠাৎ করে নান্দাইলে আগমন হবে?

এমপি তুহিন দাবি করেন, নান্দাইলের মানুষ যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিল, আলেম সমাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারত না, নর্তকির নাচের আওয়াজে মসজিদে ফজরের আজান দিতে পারত না- ঠিক তেমনি এক মুহূর্তে সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আব্দুস সালামকে জব্দ করে খোদা আমার মতো একজন তুচ্ছ মানুষকে এমপি বানালেন।

এ বিষয়ে জানতে চাইলে এমপি তুহিন বলেন, এই ভিডিও সুপার কাট করা। আমার প্রতিপক্ষ এটি করেছে। এমন কোনো কথাই আমি বলিনি। আমার কথা সুপার কাট করে পেস্টিং করা হয়েছে।

ওই সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল। সংসদ সদস্যের বক্তব্যে এ ধরনের কথা ‘ছিল না’ বলে দাবি করে তিনি বলেন, এমপি সাহেব এমন কথাই তার বক্তব্যে বলেননি। একটি কুচক্রি মহল ‘সুপার এডিট’ করে ভিডিওটি ফেসবুকে একটি ফেইক আইডি থেকে ছড়িয়ে দিয়েছে। আমরা তাকে খুঁজছি; তাকে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্মেলনে উপজেলা যুবলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক বাহার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক হাফেজ আজিজুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান মোছা. তাসলিমা আক্তার ও যুবলীগ নেতা মো. শাহজাহানও উপস্থিত ছিলেন বলে জানান হাসান মাহমুদ জুয়েল।