ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

নিউ মার্কেটে শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ, জরিমানা আদায়

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা নিউ মার্কেটের ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা দোকান-পাট উচ্ছেদে অভিযান পরিচালনা করে শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এসময় ১০টি মামলার মাধ্যমে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার ঢাকা নিউ মার্কেটের অভ্যন্তরে এই অভিযান পরিচালনা করা হয়। দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান এর যৌথ নেতৃত্বে দেন।

দক্ষিণের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, ‘মার্কেটে আগত ক্রেতা সাধারণ যেন নির্বিঘ্নে চলাফেরা ও কেনাকাটা করতে পারেন সে লক্ষ্যে মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে আজ ঢাকা নিউ মার্কেটের অভ্যন্তরে বিদ্যমান ফুটপাত, বারান্দা ও কমন প্লেসে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও নতুন করে অবৈধ আর কোনও দোকান-পাট নির্মাণ ও প্রতিষ্ঠা না করতে এ সময় মাইকিং করা এবং নতুন করে দোকান স্থাপন করা হলে উচ্ছেদসহ প্রয়োজনীয় জরিমানা আরোপ করার সতর্কবার্তা দেওয়া হয়।’

এ সময় অবৈধভাবে দোকান নির্মাণ করার দায়ে ১০টি দোকানকে ১০টি মামলার মাধ্যমে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারার ৭ ও ৮ উপধারায় এই জরিমানা আদায় করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

নিউ মার্কেটে শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ, জরিমানা আদায়

আপডেট সময় ০৮:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা নিউ মার্কেটের ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা দোকান-পাট উচ্ছেদে অভিযান পরিচালনা করে শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এসময় ১০টি মামলার মাধ্যমে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার ঢাকা নিউ মার্কেটের অভ্যন্তরে এই অভিযান পরিচালনা করা হয়। দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান এর যৌথ নেতৃত্বে দেন।

দক্ষিণের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, ‘মার্কেটে আগত ক্রেতা সাধারণ যেন নির্বিঘ্নে চলাফেরা ও কেনাকাটা করতে পারেন সে লক্ষ্যে মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে আজ ঢাকা নিউ মার্কেটের অভ্যন্তরে বিদ্যমান ফুটপাত, বারান্দা ও কমন প্লেসে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও নতুন করে অবৈধ আর কোনও দোকান-পাট নির্মাণ ও প্রতিষ্ঠা না করতে এ সময় মাইকিং করা এবং নতুন করে দোকান স্থাপন করা হলে উচ্ছেদসহ প্রয়োজনীয় জরিমানা আরোপ করার সতর্কবার্তা দেওয়া হয়।’

এ সময় অবৈধভাবে দোকান নির্মাণ করার দায়ে ১০টি দোকানকে ১০টি মামলার মাধ্যমে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারার ৭ ও ৮ উপধারায় এই জরিমানা আদায় করা হয়।