আকাশ জাতীয় ডেস্ক:
দীর্ঘ সাড়ে তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি। তার দাবি হোলি আর্টিজানের ঘটনাটি নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে, এমনটা ভাবছে সেন্সর বোর্ড। এ কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দেওয়া হচ্ছে না।
এদিকে হোলি আর্টিজানের উপর নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ দ্রুতই মুক্তি পেতে যাচ্ছে। এ খবর নজরে আসার পর বিরক্তি প্রকাশ করে শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। সেখানে এটাও বলেছেন, ‘শনিবার বিকেল’ সিনেমার কোথাও হোলি আর্টিজান মেনশন করা নাই, হোলি আর্টিজানের কোনো চরিত্র পোর্ট্রে করা হয়নি।
ফারুকী লিখেছেন, ‘আপনারা দেখছেন আমি কতটা নিয়ন্ত্রণ করছি আমার আবেগ। এমনকি এবসোলিউট বুলশিটের উত্তরও না দিয়া কনফ্লিক্ট এড়াইয়া গেছি। কিন্তু আজকে সকালে একটা খবর পড়ে, যদিও খবরটা আগে থেকেই জানতাম, আমার রাগ, ক্ষোভ, অভিমান আর নিয়ন্ত্রণ করতে পারলাম না!’
‘হোলি আর্টিজানের উপর নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ দ্রুতই মুক্তি পাবে। আমার ভারতীয় ফেলো ফিল্মমেকার হানসাল মেহতার জন্য আমি আনন্দিত যে সে তার ছবিটা শেষ করে প্রিমিয়ার করতে পারছে। হয়তো দ্রুতই আপনারাও সেটা দেখতে পারবেন।’
‘একই সঙ্গে আমি একজন বাংলাদেশি ফিল্মমেকার হিসেবে অনুতপ্ত, ক্ষুব্ধ, বিরক্ত! আমার ছবিতে কোথাও হোলি আর্টিজান মেনশন করা নাই, আমার ছবিতে হোলি আর্টিজানের কোনো চরিত্র পোর্ট্রে করা হয় নাই, তারপরও স্রেফ এই দেশের হতভাগা ফিল্মমেকার হওয়ার অপরাধে আমার ছবিটাকে সাড়ে তিন বছর আটকে রাখা হইলো।’
‘আমি কাকে অভিসম্পাত দিবো? কাকে? কাকে? নিজের জন্মকে তো আর অভিসম্পাত দেয়া যায় না।’
আকাশ নিউজ ডেস্ক 























