ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

কেমন আছেন ফারুক, দেশে ফিরবেন কবে?

আকাশ বিনোদন ডেস্ক : 

ঢাকাই সিনেমার জীবন্ত কিংবদন্তি আকবর হোসেন পাঠান। সবার কাছে যিনি ফারুক নামেই পরিচিত।

এই অভিনেতা দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

২০২১ সালের মার্চ মাসে হাসপাতালে ভর্তির পর থেকেই স্ত্রী ফারহানা পাঠান তার সঙ্গে রয়েছেন। সম্প্রতি তাকে দেখতে সিঙ্গাপুরে গেছেন মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান, পুত্র রওশন হোসেন শরৎ ও ভাগনি লিমা। সামাজিক মাধ্যমে পরিবারের সঙ্গে একগুচ্ছ ছবিতে দেখা গেছে ফারুককে।

সুস্থ হয়ে ওঠেছেন এই নায়ক। তার স্ত্রী ফারহানা জানান, বর্তমানে তার স্বামী ফারুক ভালো আছেন। এখন তাকে নিয়ে দেশে ফেরার পালা।

এদিকে বৃহস্পতিবার (১৮ আগস্ট) নায়ক ফারুকের জন্মদিন ছিল। সিঙ্গাপুর থেকে জন্মদিন উপলক্ষে একটি ভিডিও বার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ‘মিঞা ভাই’ খ্যাত অভিনেতা।

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ফারুক। এরপর ১৯৭৩ সালে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’, ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’ দুটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

১৯৭৫ সালে তার অভিনীত ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ সিনেমা দু’টি ব্যবসা সফল ও আলোচিত হয়। ‘লাঠিয়াল’ চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এরপর সময় যতো পেরিয়েছে পর্দায় নিজেকে গড়েছেন ভেঙেছেন। একে একে অভিনয় করেছেন ‘সূর্যগ্রহণ’, ‘মাটির মায়া’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘নাগরদোলা’, ‘দিন যায় কথা থাকে’, ‘কথা দিলাম’, ‘মাটির পুতুল’, ‘সাহেব’, ‘ছোট মা’, ‘এতিম’, ‘ঘরজামাই’, ‘মিয়া ভাই’র মতো অসংখ্য সিনেমায়। সবশেষ ২০০৮ সালে ‘ঘরের লক্ষ্মী’ সিনেমায় অভিনয় করেন ফারুক।

অভিনয়ের বাইরে নায়ক ফারুক একজন রাজনীতিবিদ। স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধেও অংশ নেন তিনি। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

কেমন আছেন ফারুক, দেশে ফিরবেন কবে?

আপডেট সময় ১০:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২

আকাশ বিনোদন ডেস্ক : 

ঢাকাই সিনেমার জীবন্ত কিংবদন্তি আকবর হোসেন পাঠান। সবার কাছে যিনি ফারুক নামেই পরিচিত।

এই অভিনেতা দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

২০২১ সালের মার্চ মাসে হাসপাতালে ভর্তির পর থেকেই স্ত্রী ফারহানা পাঠান তার সঙ্গে রয়েছেন। সম্প্রতি তাকে দেখতে সিঙ্গাপুরে গেছেন মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান, পুত্র রওশন হোসেন শরৎ ও ভাগনি লিমা। সামাজিক মাধ্যমে পরিবারের সঙ্গে একগুচ্ছ ছবিতে দেখা গেছে ফারুককে।

সুস্থ হয়ে ওঠেছেন এই নায়ক। তার স্ত্রী ফারহানা জানান, বর্তমানে তার স্বামী ফারুক ভালো আছেন। এখন তাকে নিয়ে দেশে ফেরার পালা।

এদিকে বৃহস্পতিবার (১৮ আগস্ট) নায়ক ফারুকের জন্মদিন ছিল। সিঙ্গাপুর থেকে জন্মদিন উপলক্ষে একটি ভিডিও বার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ‘মিঞা ভাই’ খ্যাত অভিনেতা।

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ফারুক। এরপর ১৯৭৩ সালে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’, ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’ দুটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

১৯৭৫ সালে তার অভিনীত ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ সিনেমা দু’টি ব্যবসা সফল ও আলোচিত হয়। ‘লাঠিয়াল’ চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এরপর সময় যতো পেরিয়েছে পর্দায় নিজেকে গড়েছেন ভেঙেছেন। একে একে অভিনয় করেছেন ‘সূর্যগ্রহণ’, ‘মাটির মায়া’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘নাগরদোলা’, ‘দিন যায় কথা থাকে’, ‘কথা দিলাম’, ‘মাটির পুতুল’, ‘সাহেব’, ‘ছোট মা’, ‘এতিম’, ‘ঘরজামাই’, ‘মিয়া ভাই’র মতো অসংখ্য সিনেমায়। সবশেষ ২০০৮ সালে ‘ঘরের লক্ষ্মী’ সিনেমায় অভিনয় করেন ফারুক।

অভিনয়ের বাইরে নায়ক ফারুক একজন রাজনীতিবিদ। স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধেও অংশ নেন তিনি। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।