অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কাতালোনিয়া সরকার সোমবার জানিয়েছে, স্পেন থেকে বেরিয়ে গিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের ব্যাপারে কাতালোনিয়ায় যে গণভোট অনুষ্ঠিত হয় সেখানকার ৯০ শতাংশ জনগণ এর পক্ষে সমর্থন জানিয়েছেন। যদিও মাদ্রিদ এ গণভোটকে নিষিদ্ধ ঘোষণা করেছে। খবর এএফপি’র।
এক সংবাদ সম্মেলনে এ আঞ্চলিক সরকারের মুখপাত্র জর্দি তুরুল জানান, ‘একটি প্রজাতন্ত্র থেকে বেরিয়ে এসে আপনি কাতালোনিয়াকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চান কিনা’ এমন প্রশ্নে এ অঞ্চলের ২০ লাখ ২০ হাজার লোক ‘হ্যাঁ’ ভোট দেন।
তিনি আরো জানান, মোট ২২ লাখ ৬০ হাজার লোক এ ভোটাভুটিতে অংশ নেন।
আকাশ নিউজ ডেস্ক 

























