অাকাশ জাতীয় ডেস্ক:
গল্পে এক চোখ ওয়ালা দ্বৈত বা মানুষের কথা অনেকই শুনেছেন। কিন্তু এবার বাস্তবে পাওয়া গেলো এক চোখ ও পুর্নাঙ্গ ৩২ টি দাঁত নিয়ে জন্ম নেয়া এক শিশুকে । এমন এক চোখ ও ৩২ টি পুর্নাঙ্গ দাঁত নিয়ে জন্ম হওয়া এক মৃত শিশুর সন্ধান পাওয়া গেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন এলাকায়।
স্হানীয় সূত্রে জানা যায়, অত্র ইউনিয়নের পূর্ব তেঁতইগাঁও গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে ফরিদা আক্তার (২২) এর সামাজিক ভাবেই জামালপুর জেলার শেরপুর এলাকার সজিব আহমদের সাথে বিয়ে হয়েছিলো ।
বিয়ের তিন বছর পর গত শনিবার ভোর রাতে ফরিদার ঘরে বিস্ময়কর একটি শিশুর জন্ম গ্রহন করে। আর জন্ম হওয়ার কিছুক্ষনের মধ্যই শিশুটির মৃত্যু হয়।
খবরটি ১ অক্টোবর রোববার সকালে এলাকায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয় । মৃত শিশুটিকে এক নজর দেখার জন্য ফরিদার বাড়িতে উৎসুক জনতার ভীড় জমে। আদমপুর বাজারের একজন ব্যবসায়ী মন্নান খান জানান, জন্ম হওয়া মৃত শিশুটির কপালের বামপাশে বের হয়ে আসা একটি বড় চোখ এবং ৩২টি পুর্নাঙ্গ দাঁত রয়েছে জন্ম নেওয়া শিশুটি মাথার উপরভাগটিও ছত্রভত্র।
এদিকে অভিযোগ উঠেছে, বিস্ময়কর মৃত শিশুটির জন্ম হওয়ায়, এলাকার লোকজন শিশুটিকে অভিশপ্ত শিশু মনে করে তার দাফন কাফন করতে দিচ্ছেন না,মৃত শিশুরটির পরিবারের লোকজন এমন অভিযোগ করেন এই প্রতিবেদকের কাছে। আদমপুর বাজার সভাপতি জাহাঙ্গীর মন্না রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























