আকাশ জাতীয় ডেস্ক:
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি ফিলিং স্টেশনে আগুন লেগেছে। আগুনে দগ্ধ হয়ে দুজন মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আরো চারজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার ‘দফাদার ফিলিং স্টেশনে’ এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, ‘রাত ৮টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ হয়ে দুজন মারা গেছে।’
প্রাথমিকভাবে জানা গেছে- দুজনই ওই ফিলিং স্টেশনের কর্মী। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়- তা তাৎক্ষণিক জানাতে পারেননি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
আকাশ নিউজ ডেস্ক 



















