ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

মাদ্রাসা বোর্ড বৃত্তির টাকা না পাওয়ার অভিযোগে ঢাবিতে মানববন্ধন

আকাশ জাতীয় ডেস্ক: 

আলিম পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাপ্য মাদরাসা শিক্ষা বোর্ডের বৃত্তির টাকা না পাওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একদল শিক্ষার্থী। তারা বলছেন, গত ২ বছর এই বৃত্তির টাকা না পাওয়ায় মাদ্রাসা বোর্ড, মাউশি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে আলিম পাস করে আসা শতাধিক শিক্ষার্থী এক মানববন্ধনে এ অভিযোগ করেন। বুধবার বেলা ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনটি সঞ্চালনা করেন আনাস ইবনে মুনীর।

শিক্ষার্থীদের অভিযোগ, মাদ্রাসা বোর্ড, মাউশি ও বিশ্ববিদ্যালয়ের সমন্বয়হীনতার কারণে দুই বছর ধরে আলিম পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাপ্য বোর্ড বৃত্তির টাকা পাচ্ছেন না তারা।

ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফরাজ আল মাহমুদ বলেন, ‘আমরা ইতোমধ্যে মাউশি, মাদ্রাসা অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার কাছেই গিয়েছি। কিন্তু আমাদের প্রাপ্য অধিকারতো পাচ্ছিই না, বরং লালফিতার দৌরাত্ম্যের শিকার হচ্ছি। অতিশীঘ্রই আমাদের বৃত্তির টাকা আমাদের ফিরিয়ে দিতে হবে।’

আইন বিভাগের শিক্ষার্থী সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এসে মাদ্রাসা শিক্ষার্থীরা অতীতেও অনেক বৈষম্যের শিকার হয়েছে এবং এখনো হচ্ছে। বৃত্তির টাকা কোনো দয়া-দক্ষিণা নয়। এটা আমাদের অধিকার। আমাদের অধিকার আমাদের ফিরিয়ে না দিলে আমরা প্রয়োজনে হাইকোর্টে রিট করে হলেও সেটা আদায় করবো।’

আরেক শিক্ষার্থী আব্দুল ওহাব বলেন, ‘সাধারণ শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা বৃত্তির টাকা পেয়ে পড়াশোনা করছে। কিন্তু, মাদ্রাসা শিক্ষার্থীরা প্রাপ্য বৃত্তি পাচ্ছেনা। এর মাধ্যমে তাদের মেধার অবমূল্যায়ন করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসা বোর্ড বৃত্তির টাকা না পাওয়ার অভিযোগে ঢাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৬:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক: 

আলিম পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাপ্য মাদরাসা শিক্ষা বোর্ডের বৃত্তির টাকা না পাওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একদল শিক্ষার্থী। তারা বলছেন, গত ২ বছর এই বৃত্তির টাকা না পাওয়ায় মাদ্রাসা বোর্ড, মাউশি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে আলিম পাস করে আসা শতাধিক শিক্ষার্থী এক মানববন্ধনে এ অভিযোগ করেন। বুধবার বেলা ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনটি সঞ্চালনা করেন আনাস ইবনে মুনীর।

শিক্ষার্থীদের অভিযোগ, মাদ্রাসা বোর্ড, মাউশি ও বিশ্ববিদ্যালয়ের সমন্বয়হীনতার কারণে দুই বছর ধরে আলিম পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাপ্য বোর্ড বৃত্তির টাকা পাচ্ছেন না তারা।

ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফরাজ আল মাহমুদ বলেন, ‘আমরা ইতোমধ্যে মাউশি, মাদ্রাসা অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার কাছেই গিয়েছি। কিন্তু আমাদের প্রাপ্য অধিকারতো পাচ্ছিই না, বরং লালফিতার দৌরাত্ম্যের শিকার হচ্ছি। অতিশীঘ্রই আমাদের বৃত্তির টাকা আমাদের ফিরিয়ে দিতে হবে।’

আইন বিভাগের শিক্ষার্থী সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এসে মাদ্রাসা শিক্ষার্থীরা অতীতেও অনেক বৈষম্যের শিকার হয়েছে এবং এখনো হচ্ছে। বৃত্তির টাকা কোনো দয়া-দক্ষিণা নয়। এটা আমাদের অধিকার। আমাদের অধিকার আমাদের ফিরিয়ে না দিলে আমরা প্রয়োজনে হাইকোর্টে রিট করে হলেও সেটা আদায় করবো।’

আরেক শিক্ষার্থী আব্দুল ওহাব বলেন, ‘সাধারণ শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা বৃত্তির টাকা পেয়ে পড়াশোনা করছে। কিন্তু, মাদ্রাসা শিক্ষার্থীরা প্রাপ্য বৃত্তি পাচ্ছেনা। এর মাধ্যমে তাদের মেধার অবমূল্যায়ন করা হয়েছে।’