আকাশ জাতীয় ডেস্ক:
বন্দরে এক গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে নবী হোসেন (৪০) নামে এক বখাটে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বন্দরের ধামগড় চৈড়ার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করায় বখাটে নবী হোসেন ও তার সহযোগীরা ওই গৃহবধূর স্বামী ও ভাগিনাকে বাড়ি থেকে ধরে এনে মারধর করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
ভুক্তভোগী নারী জানান, এলাকার খাবার হোটেল ব্যবসা করেন তার স্বামী। স্বামীর কাজে সহযোগিতার জন্য তিনি প্রতিদিন দোকানে যাওয়া-আসা করেন। পথে একই এলাকার আব্দুর রহিম মিয়ার ছেলে নবী হোসেন দীর্ঘ দিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। গত শনিবার রাতে দোকান থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। ওই সময় নবী হোসেন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে সবজিক্ষেতে নিয়ে পরনের কাপড় ছিঁড়ে ফেলে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে এ ঘটনায় থানায় অভিযোগ করায় তার স্বামী ও ভাগিনাকে বাড়ি থেকে ধরে এনে মারধর করে নবী হোসেন ও তার লোকজন।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 





















