অাকাশ জাতীয় ডেস্ক:
বাগেরহাটে অর্ধকোটি টাকার কারেন্ট জালসহ ১`শ কেজি জাটকা উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার ভোরে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) কোস্ট গার্ড মোংলা উপজেলার বাজুয়া, নালা, লাউডোব ঘাট সংলগ্ন এলাকায় এ মালামাল জব্দ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদুস আনসারীর উপস্থিতে কারেন্ট জাল ও জাটকা ইলিশ ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এম এইচ আই সিদ্দিক জানান, মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযানে কারেন্ট জাল ও জাটকা ইলিশ আটক করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। ২২ অক্টোবর পর্যন্ত কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 























