ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ দেশ বিক্রি করে অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল: আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী

মূল্য হারাবে ডলার, কদর বাড়বে সোনা-রূপার!

আকাশ জাতীয় ডেস্ক:

একসময় মার্কিন ডলারের মান জিম্বাবুয়ের ডলারের মতো ‘মূল্যহীন’ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন ব্যবসায়ী ও লেখক রবার্ট তোরো কিয়োসাকি। কারণ হিসেবে তিনি বলেছেন, অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে অনেক দেশই ব্যাপকহারে টাকা ছাপাচ্ছে।

তিনি বলেছেন, করোনা মহামারির সময় অর্থনীতির চাকা সচল রাখতে সবাই ব্যাপকহারে টাকা ছাপাচ্ছে। হয়তো একসময় মার্কিন ডলারের মান জিম্বাবুয়ের ডলারের মতো হয়ে যাবে। এ বছরে বিশ্বের জিডিপির ১৬ শতাংশ মুদ্রা ছাপানো হয়েছে। এটা কতক্ষণ রাষ্ট্রগুলো ধরে রাখতে পারবে-এটাই এখন প্রশ্ন?

তিনি আরও বলেন, ঋণের পরিমাণ এত বেশি যে তারা যদি টাকা ছাপানো বন্ধ করে দেয় তাহলে ধস নামবে। যখন ধস নামে তখন সবাই বুঝতে পারবে বিশ্বের রিজার্ভ মুদ্রা কতটা মূল্যহীন। তখন মনে হবে, বেশি বেশি সোনা ও রূপা থাকলেই ভালো হতো। বর্তমানে স্বর্ণের যে ঘাটতি বিদ্যমান, সামনে তা আরও বাড়বে। যখন ধস নামবে, যেটা আসছে- আমরা জানি না কখন ধস আসবে, কিন্তু ধস নামবে।

বাজার ধস ও অর্থনৈতিক মন্দার বিষয়ে বিনিয়োগকারীদেরও সতর্ক করেছেন কিয়োসাকি। সম্প্রতি এক টুইটে দাম কমে যাওয়ার পর তিনি স্বর্ণ, রৌপ্য, বিটকয়েন ও রিয়েল এস্টেট ক্রয়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন।

‌‘রিচ ড্যাড পুয়র ড্যাড’ খ্যাত এ লেখক টুইটে লিখেছেন, ‘ধস ও মন্দা আসছে। স্বর্ণ, রৌপ্য, বিটকয়েন ও রিয়েল এস্টেটের দামও পড়ে যাবে। দাম পড়ে যাওয়ার পর আরও বেশি স্বর্ণ, রৌপ্য, বিটকয়েন ও রিয়েল এস্টেট ক্রয়ের জন্য প্রস্তুত হন। ভুয়া মুদ্রাস্ফীতিতে ধস নামার পর ধনী হওয়ার সুযোগ আসছে। সচেতন থাকুন, নিজের যত্ন নিন। ’

ব্যক্তিগতভাবে আর্থিক বিনিয়োগের বিষয়ে পরামর্শদাতা হিসেবে কিয়োসাকির খ্যাতি আছে। বাজার ধস ও মন্দার বিষয়ে তিনি ১ বছর ধরে টুইট করে আসছেন। রিচ গ্লোবাল ও রিচ ড্যাড কোম্পানির প্রতিষ্ঠাতা গত জুনে টুইট করেছিলেন, ‘ভালো খবর হলো, ধসের সময়টা ধনী হওয়ার সেরা সময়। খারাপ খবর হলো পরবর্তী ধসের সময়টা বেশ লম্বা সময় ধরে চলবে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্য হারাবে ডলার, কদর বাড়বে সোনা-রূপার!

আপডেট সময় ০৩:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

একসময় মার্কিন ডলারের মান জিম্বাবুয়ের ডলারের মতো ‘মূল্যহীন’ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন ব্যবসায়ী ও লেখক রবার্ট তোরো কিয়োসাকি। কারণ হিসেবে তিনি বলেছেন, অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে অনেক দেশই ব্যাপকহারে টাকা ছাপাচ্ছে।

তিনি বলেছেন, করোনা মহামারির সময় অর্থনীতির চাকা সচল রাখতে সবাই ব্যাপকহারে টাকা ছাপাচ্ছে। হয়তো একসময় মার্কিন ডলারের মান জিম্বাবুয়ের ডলারের মতো হয়ে যাবে। এ বছরে বিশ্বের জিডিপির ১৬ শতাংশ মুদ্রা ছাপানো হয়েছে। এটা কতক্ষণ রাষ্ট্রগুলো ধরে রাখতে পারবে-এটাই এখন প্রশ্ন?

তিনি আরও বলেন, ঋণের পরিমাণ এত বেশি যে তারা যদি টাকা ছাপানো বন্ধ করে দেয় তাহলে ধস নামবে। যখন ধস নামে তখন সবাই বুঝতে পারবে বিশ্বের রিজার্ভ মুদ্রা কতটা মূল্যহীন। তখন মনে হবে, বেশি বেশি সোনা ও রূপা থাকলেই ভালো হতো। বর্তমানে স্বর্ণের যে ঘাটতি বিদ্যমান, সামনে তা আরও বাড়বে। যখন ধস নামবে, যেটা আসছে- আমরা জানি না কখন ধস আসবে, কিন্তু ধস নামবে।

বাজার ধস ও অর্থনৈতিক মন্দার বিষয়ে বিনিয়োগকারীদেরও সতর্ক করেছেন কিয়োসাকি। সম্প্রতি এক টুইটে দাম কমে যাওয়ার পর তিনি স্বর্ণ, রৌপ্য, বিটকয়েন ও রিয়েল এস্টেট ক্রয়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন।

‌‘রিচ ড্যাড পুয়র ড্যাড’ খ্যাত এ লেখক টুইটে লিখেছেন, ‘ধস ও মন্দা আসছে। স্বর্ণ, রৌপ্য, বিটকয়েন ও রিয়েল এস্টেটের দামও পড়ে যাবে। দাম পড়ে যাওয়ার পর আরও বেশি স্বর্ণ, রৌপ্য, বিটকয়েন ও রিয়েল এস্টেট ক্রয়ের জন্য প্রস্তুত হন। ভুয়া মুদ্রাস্ফীতিতে ধস নামার পর ধনী হওয়ার সুযোগ আসছে। সচেতন থাকুন, নিজের যত্ন নিন। ’

ব্যক্তিগতভাবে আর্থিক বিনিয়োগের বিষয়ে পরামর্শদাতা হিসেবে কিয়োসাকির খ্যাতি আছে। বাজার ধস ও মন্দার বিষয়ে তিনি ১ বছর ধরে টুইট করে আসছেন। রিচ গ্লোবাল ও রিচ ড্যাড কোম্পানির প্রতিষ্ঠাতা গত জুনে টুইট করেছিলেন, ‘ভালো খবর হলো, ধসের সময়টা ধনী হওয়ার সেরা সময়। খারাপ খবর হলো পরবর্তী ধসের সময়টা বেশ লম্বা সময় ধরে চলবে। ’