ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

১২ লাখ টিকা ‍উপহার দিল ইউরোপের তিন দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল ইউরোপের তিন দেশ সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ে। যৌথভাবে বাংলাদেশকে করোনাভাইরাসের ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে দেশগুলো। টিকা বিতরণের বৈশ্বিক প্লাটফর্ম কোভ্যাক্সের আওতায় এসব পেয়েছে বাংলাদেশ।

রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভন লিন্ডা, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড ও নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন।

স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার কাছে এসব টিকা হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

টিকা হস্তান্তর অনুষ্ঠানে সুইডেনের রাষ্ট্রদূত বলেন, ‘কোভ্যাক্স থেকে বাংলাদেশকে এসব টিকা দেওয়া হয়েছে। এ সহায়তা বাংলাদেশে টিকা কার্যক্রমে সহায়ক হবে। মহামারি মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

এ সময় রাষ্ট্রদূত লিন্ডা জানান, আগামী বছর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুইডেন বাংলাদেশে বিনিয়োগ করার পাশাপাশি এ সংকট নিয়ে একসঙ্গে কাজ করবে।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, ‘মহামারির চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো বিশ্বকে একযোগে কাজ করতে হবে।’ এ সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জাতিসংঘ ফোরামে বাংলাদেশের সমর্থন চান।

নরওয়ের রাষ্ট্রদূত বলেন, ‘মহামারি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের টিকা কার্যক্রমে এ উপহার কাজে লাগবে। নরওয়ে মহামারি মোকাবেলায় শক্তিশালী ভূমিকা রাখতে চায়।’

টিকা উপহার দেওয়ায় তিন বন্ধু রাষ্ট্রকে ধন্যবাদ জানান স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। তিনি বলেন, মহামারির এ সময়ে টিকা সহযোগিতা তিন দেশের সঙ্গে সামনের দিনে আরও ভালো সম্পর্ক তৈরি করবে বলে আমি মনে করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ লাখ টিকা ‍উপহার দিল ইউরোপের তিন দেশ

আপডেট সময় ১০:১২:২১ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল ইউরোপের তিন দেশ সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ে। যৌথভাবে বাংলাদেশকে করোনাভাইরাসের ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে দেশগুলো। টিকা বিতরণের বৈশ্বিক প্লাটফর্ম কোভ্যাক্সের আওতায় এসব পেয়েছে বাংলাদেশ।

রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভন লিন্ডা, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড ও নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন।

স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার কাছে এসব টিকা হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

টিকা হস্তান্তর অনুষ্ঠানে সুইডেনের রাষ্ট্রদূত বলেন, ‘কোভ্যাক্স থেকে বাংলাদেশকে এসব টিকা দেওয়া হয়েছে। এ সহায়তা বাংলাদেশে টিকা কার্যক্রমে সহায়ক হবে। মহামারি মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

এ সময় রাষ্ট্রদূত লিন্ডা জানান, আগামী বছর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুইডেন বাংলাদেশে বিনিয়োগ করার পাশাপাশি এ সংকট নিয়ে একসঙ্গে কাজ করবে।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, ‘মহামারির চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো বিশ্বকে একযোগে কাজ করতে হবে।’ এ সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জাতিসংঘ ফোরামে বাংলাদেশের সমর্থন চান।

নরওয়ের রাষ্ট্রদূত বলেন, ‘মহামারি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের টিকা কার্যক্রমে এ উপহার কাজে লাগবে। নরওয়ে মহামারি মোকাবেলায় শক্তিশালী ভূমিকা রাখতে চায়।’

টিকা উপহার দেওয়ায় তিন বন্ধু রাষ্ট্রকে ধন্যবাদ জানান স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। তিনি বলেন, মহামারির এ সময়ে টিকা সহযোগিতা তিন দেশের সঙ্গে সামনের দিনে আরও ভালো সম্পর্ক তৈরি করবে বলে আমি মনে করি।’