ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

গানে গানে ব্যক্তিগত জীবনের গল্প শোনালেন তাহসান

আকাশ বিনোদন ডেস্ক :

ভক্তদের জন্য দ্বিতীয় গান নিয়ে এসেছে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড। এক বছর পরে এটা ভক্তদের জন্য উপহার, নিজেই বললেন তাহসান। সরাসরি রেকর্ডিং করা গানটি নিয়ে আশাবাদী এই নায়ক ও গায়ক। ব্যক্তিগত জীবনের ঘটনাই তিনি গানের কথায় তুলে ধরেছেন।

তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের প্রথম পরিবেশনা ছিল ‘প্রতিবাদী গান’। গত বছর করোনার সময়ে গানটি মুক্তি পায়। এর পরে প্রতি মাসে একটা গান মুক্তি কথা থাকলেও করোনা, লাইভ রেকর্ডিং করতে না পারা ও অন্যান্য ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়নি। এক বছর বিরতির পর এল নতুন গান। গানটি সম্প্রতি তাহসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

তাহসান গণমাধ্যমকে বলেন, আমি একসময় ব্যান্ড দিয়েই শুরু করেছিলাম। পরে সলো মিউজিক করলাম। কিন্তু ব্যান্ডের যারা অডিয়েন্স তাদের জন্য অনেক বছর নিয়মিত গান করাই হয় না। আগের মতোই এ গানও আমি অগ্রসর শ্রোতা, যারা গানটা বোঝেন, তাদের জন্যই করেছি। আমি ব্যান্ড থেকে যত গান করব, সবই তাঁদের জন্য। কারণ, ব্যান্ডের সব সময় আলাদা শ্রোতা থাকেন, যারা বোঝেন। বিয়োগান্ত তাদের জন্য বিশেষ উপহার।

গানটি দিয়ে ভক্তদের সামনে সাদাকালোভাবে উপস্থিত হওয়া প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমরা ট্র্যাজিক বা ট্র্যাজেডি বললেও বাংলা শব্দ বিয়োগান্ত কমই ব্যবহার করি। লেখার সময়ই মনে হচ্ছিল, বিয়োগান্ত অন্য রকম একটা অনুভূতি জোগাবে। আর এই বিয়োগান্ত অনুভূতিই সাদাকালো। গানের কথার সঙ্গে দর্শকদের রিলেট করতেই সাদাকালোভাবে উপস্থিত হওয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

গানে গানে ব্যক্তিগত জীবনের গল্প শোনালেন তাহসান

আপডেট সময় ১০:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১

আকাশ বিনোদন ডেস্ক :

ভক্তদের জন্য দ্বিতীয় গান নিয়ে এসেছে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড। এক বছর পরে এটা ভক্তদের জন্য উপহার, নিজেই বললেন তাহসান। সরাসরি রেকর্ডিং করা গানটি নিয়ে আশাবাদী এই নায়ক ও গায়ক। ব্যক্তিগত জীবনের ঘটনাই তিনি গানের কথায় তুলে ধরেছেন।

তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের প্রথম পরিবেশনা ছিল ‘প্রতিবাদী গান’। গত বছর করোনার সময়ে গানটি মুক্তি পায়। এর পরে প্রতি মাসে একটা গান মুক্তি কথা থাকলেও করোনা, লাইভ রেকর্ডিং করতে না পারা ও অন্যান্য ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়নি। এক বছর বিরতির পর এল নতুন গান। গানটি সম্প্রতি তাহসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

তাহসান গণমাধ্যমকে বলেন, আমি একসময় ব্যান্ড দিয়েই শুরু করেছিলাম। পরে সলো মিউজিক করলাম। কিন্তু ব্যান্ডের যারা অডিয়েন্স তাদের জন্য অনেক বছর নিয়মিত গান করাই হয় না। আগের মতোই এ গানও আমি অগ্রসর শ্রোতা, যারা গানটা বোঝেন, তাদের জন্যই করেছি। আমি ব্যান্ড থেকে যত গান করব, সবই তাঁদের জন্য। কারণ, ব্যান্ডের সব সময় আলাদা শ্রোতা থাকেন, যারা বোঝেন। বিয়োগান্ত তাদের জন্য বিশেষ উপহার।

গানটি দিয়ে ভক্তদের সামনে সাদাকালোভাবে উপস্থিত হওয়া প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমরা ট্র্যাজিক বা ট্র্যাজেডি বললেও বাংলা শব্দ বিয়োগান্ত কমই ব্যবহার করি। লেখার সময়ই মনে হচ্ছিল, বিয়োগান্ত অন্য রকম একটা অনুভূতি জোগাবে। আর এই বিয়োগান্ত অনুভূতিই সাদাকালো। গানের কথার সঙ্গে দর্শকদের রিলেট করতেই সাদাকালোভাবে উপস্থিত হওয়া।