ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা দেশে হিসাব কারচুপির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও পাচার হয়েছে :পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ পর্যবেক্ষণ মিশন আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম

আক্ষেপের রেকর্ডে সাকিবকে ছাড়িয়ে গেলেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর তুমুল সমালোচনায় পড়েন জাতীয় দলের অন্যতম তারকা মুশফিকুর রহিম।

তবে চট্টগ্রাম টেস্টে নিজের জাত চেনালেন। খেললেন ৯১ রানের দুর্দান্ত এক ইনিংস। অবশ্য মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়ার আক্ষেপ তো থাকবেই তার। এর সঙ্গে যুক্ত হয়েছে আরো কয়েকটি আক্ষেপ।

চট্টগ্রাম টেস্টে মুশফিকের হাতছানি ছিল দুটি মাইলফলকের। খুব কাছে গিয়েও ধরা দিল না একটিও। উল্টো সঙ্গী হলো অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড।বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার ‘নার্ভাস নাইন্টিজ’-এ আটকা পড়ার রেকর্ড এখন মি. ডিপেন্ডেবলের।

এছাড়া মাত্র ১ রানের জন্য তামিমকে ছোঁয়া হলো না তার। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এ মুহূর্তে সর্বোচ্চ রান তামিমের, ৪৭৮৮ রান। আর সাগরিকায় ৯১ রানের ইনিংসের পর মুশফিকের এখন সংগ্রহ ৪৭৮৭ রান।

আগামী ইনিংসে মুশফিক অনায়াসেই তামিমকে টপকে যেতে পারবেন। তবে আজ ‘নার্ভাস নাইন্টিজ’ – এ আউট হয়ে হতাশার এক রেকর্ড গড়লেন মুশফিক।

এই নিয়ে টেস্ট ক্রিকেটে নব্বই ছুঁয়েও মুশফিক সেঞ্চুরিতে যেতে পারলেন না ৪ বার। আর আন্তর্জাতিকে তিন ফরম্যাট মিলিয়ে ৮ বার। দুটিই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।

একটি রেকর্ডে তিনি স্পর্শ করেছেন সাকিব আল হাসানকে, আরেকটিতে ছাড়িয়েই গেছেন তাকে। সাকিবও টেস্টে নব্বইয়ে আটকে গেছেন ৪ বার। তিন ফরম্যাট মিলিয়ে তার এই অভিজ্ঞতা হয়েছে ৭ বার। তামিম ইকবাল টেস্টে নব্বইয়ে থমকে গেছেন ৩ বার, আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৬ বার।

প্রসঙ্গত, টেস্টে নব্বইয়ে সবচেয়ে বেশিবার আউট হওয়ার বিশ্বরেকর্ডের শীর্ষে আছেন তিন কিংবদন্তি – শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও স্টিভ ওয়াহ। তিনজনই এই স্বাদ পেয়েছেন ১০ বার করে। তিন সংস্করণ মিলিয়ে শীর্ষে টেন্ডুলকার, ২৮ বার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

আক্ষেপের রেকর্ডে সাকিবকে ছাড়িয়ে গেলেন মুশফিক

আপডেট সময় ০৬:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর তুমুল সমালোচনায় পড়েন জাতীয় দলের অন্যতম তারকা মুশফিকুর রহিম।

তবে চট্টগ্রাম টেস্টে নিজের জাত চেনালেন। খেললেন ৯১ রানের দুর্দান্ত এক ইনিংস। অবশ্য মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়ার আক্ষেপ তো থাকবেই তার। এর সঙ্গে যুক্ত হয়েছে আরো কয়েকটি আক্ষেপ।

চট্টগ্রাম টেস্টে মুশফিকের হাতছানি ছিল দুটি মাইলফলকের। খুব কাছে গিয়েও ধরা দিল না একটিও। উল্টো সঙ্গী হলো অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড।বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার ‘নার্ভাস নাইন্টিজ’-এ আটকা পড়ার রেকর্ড এখন মি. ডিপেন্ডেবলের।

এছাড়া মাত্র ১ রানের জন্য তামিমকে ছোঁয়া হলো না তার। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এ মুহূর্তে সর্বোচ্চ রান তামিমের, ৪৭৮৮ রান। আর সাগরিকায় ৯১ রানের ইনিংসের পর মুশফিকের এখন সংগ্রহ ৪৭৮৭ রান।

আগামী ইনিংসে মুশফিক অনায়াসেই তামিমকে টপকে যেতে পারবেন। তবে আজ ‘নার্ভাস নাইন্টিজ’ – এ আউট হয়ে হতাশার এক রেকর্ড গড়লেন মুশফিক।

এই নিয়ে টেস্ট ক্রিকেটে নব্বই ছুঁয়েও মুশফিক সেঞ্চুরিতে যেতে পারলেন না ৪ বার। আর আন্তর্জাতিকে তিন ফরম্যাট মিলিয়ে ৮ বার। দুটিই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।

একটি রেকর্ডে তিনি স্পর্শ করেছেন সাকিব আল হাসানকে, আরেকটিতে ছাড়িয়েই গেছেন তাকে। সাকিবও টেস্টে নব্বইয়ে আটকে গেছেন ৪ বার। তিন ফরম্যাট মিলিয়ে তার এই অভিজ্ঞতা হয়েছে ৭ বার। তামিম ইকবাল টেস্টে নব্বইয়ে থমকে গেছেন ৩ বার, আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৬ বার।

প্রসঙ্গত, টেস্টে নব্বইয়ে সবচেয়ে বেশিবার আউট হওয়ার বিশ্বরেকর্ডের শীর্ষে আছেন তিন কিংবদন্তি – শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও স্টিভ ওয়াহ। তিনজনই এই স্বাদ পেয়েছেন ১০ বার করে। তিন সংস্করণ মিলিয়ে শীর্ষে টেন্ডুলকার, ২৮ বার।