অাকাশ জাতীয় ডেস্ক:
যশোরের মণিরামপুর উপজেলায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার সন্ধ্যায় ঢাকুরিয়া ইউনিয়নের চাপাকোনা গ্রামের হামড়াতলা কাশের খাল নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করার হয়েছে। তবে স্থানীয়রা কেউ লাশটি সনাক্ত করতে পারেনি। তাৎক্ষনিকভাবে মৃত্যুর কারণও জানা যায়নি।
লাশ উদ্ধারকারি পুলিশের এসআই তপন কুমার সিংহ বলেন, নিহতের পরনে লাল রং-এর টি শার্ট এবং কালো রং-এর ফুল প্যান্ট ছিল। তার গায়ের রং পরিস্কার, মাথায় লম্বা কালো চুল ও বয়স আনুমানিক ৩২ বছর। সে মুসলিম সম্প্রদায়ের বলে পুলিশ ধারনা করেছেন।
স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, সন্ধ্যার সময় স্থানীয়রা ওই খালে লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 























