ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

প্রেমিকার বিয়ে হওয়ায় ছাত্রলীগ নেতার ‌‘আত্মহত্যা’

আকাশ জাতীয় ডেস্ক:

প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফারহান আহমেদ সাকিব আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ৮টায় তিনি বিষপান করেন। পরে গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তে শেষে আজ শনিবার বিকালে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করেছে পুলিশ।

বিষপানের আগে নিজের ফেসবুক আইডিতে সাকিব একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন ‘আমি মরে গেলে দুই তিন দিন পর সবাই আমাকে ভুলে যাবে। কিন্তু আমি প্রতিটা দিন থাকব আমার মায়ের মোনাজাতে।’

সাকিব নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি এবং উপজেলার নোয়াপাড়া গ্রামের ফজুল মিয়ার ছেলে। তিনি আড়াইহাজার উপজেলার হাবিব বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ৬ জনকে অভিযুক্ত করে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জোবাইয়ের আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগের বরাত দিয়ে আত্মহত্যার বিষয়ে পুলিশ জানায়, ‘দীর্ঘদিন ধরে একই গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাকিবের। মেয়ের পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় দুজন পালিয়ে গিয়ে বিয়ে করেন। পরে মেয়ের বাবা তাদের খুঁজে বের করে, তার মেয়েকে নিয়ে আসেন। একই সঙ্গে তিনি মেয়েকে ‘বাধ্য করেন’ সাকিবকে তালাক দেওয়ার জন্য। কয়েক দিন আগে ওই মেয়েকে তার বাবা অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন। তারপর থেকেই হতাশাগ্রস্ত হয়ে পরেন সাকিব। শুক্রবার রাতে ফারহান আহমেদ সাকিকের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই বিষপান করেন সাকিব। আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

প্রেমিকার বিয়ে হওয়ায় ছাত্রলীগ নেতার ‌‘আত্মহত্যা’

আপডেট সময় ০৮:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফারহান আহমেদ সাকিব আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ৮টায় তিনি বিষপান করেন। পরে গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তে শেষে আজ শনিবার বিকালে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করেছে পুলিশ।

বিষপানের আগে নিজের ফেসবুক আইডিতে সাকিব একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন ‘আমি মরে গেলে দুই তিন দিন পর সবাই আমাকে ভুলে যাবে। কিন্তু আমি প্রতিটা দিন থাকব আমার মায়ের মোনাজাতে।’

সাকিব নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি এবং উপজেলার নোয়াপাড়া গ্রামের ফজুল মিয়ার ছেলে। তিনি আড়াইহাজার উপজেলার হাবিব বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ৬ জনকে অভিযুক্ত করে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জোবাইয়ের আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগের বরাত দিয়ে আত্মহত্যার বিষয়ে পুলিশ জানায়, ‘দীর্ঘদিন ধরে একই গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাকিবের। মেয়ের পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় দুজন পালিয়ে গিয়ে বিয়ে করেন। পরে মেয়ের বাবা তাদের খুঁজে বের করে, তার মেয়েকে নিয়ে আসেন। একই সঙ্গে তিনি মেয়েকে ‘বাধ্য করেন’ সাকিবকে তালাক দেওয়ার জন্য। কয়েক দিন আগে ওই মেয়েকে তার বাবা অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন। তারপর থেকেই হতাশাগ্রস্ত হয়ে পরেন সাকিব। শুক্রবার রাতে ফারহান আহমেদ সাকিকের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই বিষপান করেন সাকিব। আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।