আকাশ জাতীয় ডেস্ক:
সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী ইউনিয়নের নৌকা চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে ইউনিয়নের খলিলনগর সরকারি প্রার্থমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে নৌকার চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান অসলেসহ ৫ জন আহত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র মেম্বার প্রার্থী মেহেদী হাসান দোলনসহ কয়েকজন আহত হন।
খলিলনগর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান অসলের কর্মী-সমর্থকদের সাথে টিউবয়েল প্রতীকে স্বতন্ত্র মেম্বার প্রার্থী দোলনের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গুরুত্বর আহত চেয়ারম্যান প্রাথী আসাদুজ্জামানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুশফিকুর রহমান জানান, বৈকারী ইউনিয়নের বিভিন্নস্থান থেকে মারামারির ঘটনায় বর্তমান পর্যন্ত ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















