অাকাশ জাতীয় ডেস্ক:
গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪৩ নম্বর আন্তর্জাতিক পিলার পয়েন্টে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের ভেতরে স্থলমাইন বিস্ফোরণে নুরুল ইসলাম (২৫) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
বিজিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে স্থলমাইন বিস্ফোরণের পৃথক দুটি ঘটনায় একই এলাকায় চারজনের মৃত্যু ঘটে।
সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ওই জায়গাটি বড় ছনখোলা নামে পরিচিত। নুরুল ইসলাম বড় ছনখোলার অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে থাকতেন। গতকাল তিনি মিয়ানমারের বলিবাজার এলাকার নিজের বাড়ি থেকে গরু নিয়ে ফেরার পথে স্থলমাইন বিস্ফোরণের শিকার হন।
আকাশ নিউজ ডেস্ক 























