ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

পাকিস্তান সিরিজেও মিলবে না সাইফউদ্দিনকে

আকাশ স্পোর্টস ডেস্ক:

বুকে সাহস এবং মনে অনেক বড় স্বপ্ন নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে খেলতে গিয়েছিলেন টাইগার পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারেননি দলের সঙ্গে। পিঠের ইনজুরির কারণে ছিটকে যান বিশ্বকাপ থেকে। আর এখন আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খেলতে পারবেন না তিনি।

সাইফউদ্দিনের ইনজুরি নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, ‘সাইফুদ্দিনের স্ট্রেস ফ্র্যাকচার। ওর ইনজুরি পিঠে। এখন আপাতত এক মাসের বিশ্রামে থাকবে। একমাস পর স্ক্যান করে হাড়ের কি কন্ডিশন এটা দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন কিনা এ বিষয়ে মনজুর হোসেন বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবে কিনা এটা এখনই বলা মুশকিল। এটা আসলে নির্ভর করছে আমাদের প্রধান চিকিৎসক, ফিজিও বাইরে (বিশ্বকাপ) থেকে আসলে। ওনারা এসে দেখে নির্ধারণ করবেন যে পাকিস্তান সিরিজে সাইফউদ্দিনকে পাওয়া যাবে নাকি যাবে না।’

প্রধান চিকিংসকের কথার সুরে বলতে গেলে সাইফকে আগামী সফরে পাওয়া যাচ্ছে না। কেননা স্বাভাবিকভাবেই এক মাসের বিশ্রামে থাকতে হবে সাইফকে। তাতেই কাজ শেষ নয়। এরপর স্ক্যান করার পর পরবর্তী পদক্ষেপ। সব মিলিয়ে হিসেব করলে নভেম্বাসে সাইফউদ্দিনের মাঠে ফেরা সম্ভব বলে মনে হচ্ছে না।

এদিকে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ শুরু হবে নভেম্বর মাসের ১৪ তারিখ। বিশ্বকাপের মিশন শেষ করার পর দিবারাত্রির টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে বাবর আজম বাহিনী। ১৯ নভেম্বর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর এই সিরিজ শেষ হবে ২২ নভেম্বর।

উল্লেখ্য, বিশ্বকাপ থেকে সাইফউদ্দিনের ছিটকে যাওয়ার পর বাংলাদেশের ছিটকে গেছে সেমিফাইনালে উঠার দৌঁড় থেকে। টানা তিন ম্যাচে হেরে সেরা চারে উঠার স্বপ্ন হয়ে গেছে ধূলিস্বাৎ। এরপরও শেষ দুই ম্যাচ জিতেই দেশে ফিরতে চায় মাহমুদউল্লাহরা। বাংলাদেশ পরবর্তী দুই ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

পাকিস্তান সিরিজেও মিলবে না সাইফউদ্দিনকে

আপডেট সময় ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

বুকে সাহস এবং মনে অনেক বড় স্বপ্ন নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে খেলতে গিয়েছিলেন টাইগার পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারেননি দলের সঙ্গে। পিঠের ইনজুরির কারণে ছিটকে যান বিশ্বকাপ থেকে। আর এখন আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খেলতে পারবেন না তিনি।

সাইফউদ্দিনের ইনজুরি নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, ‘সাইফুদ্দিনের স্ট্রেস ফ্র্যাকচার। ওর ইনজুরি পিঠে। এখন আপাতত এক মাসের বিশ্রামে থাকবে। একমাস পর স্ক্যান করে হাড়ের কি কন্ডিশন এটা দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন কিনা এ বিষয়ে মনজুর হোসেন বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবে কিনা এটা এখনই বলা মুশকিল। এটা আসলে নির্ভর করছে আমাদের প্রধান চিকিৎসক, ফিজিও বাইরে (বিশ্বকাপ) থেকে আসলে। ওনারা এসে দেখে নির্ধারণ করবেন যে পাকিস্তান সিরিজে সাইফউদ্দিনকে পাওয়া যাবে নাকি যাবে না।’

প্রধান চিকিংসকের কথার সুরে বলতে গেলে সাইফকে আগামী সফরে পাওয়া যাচ্ছে না। কেননা স্বাভাবিকভাবেই এক মাসের বিশ্রামে থাকতে হবে সাইফকে। তাতেই কাজ শেষ নয়। এরপর স্ক্যান করার পর পরবর্তী পদক্ষেপ। সব মিলিয়ে হিসেব করলে নভেম্বাসে সাইফউদ্দিনের মাঠে ফেরা সম্ভব বলে মনে হচ্ছে না।

এদিকে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ শুরু হবে নভেম্বর মাসের ১৪ তারিখ। বিশ্বকাপের মিশন শেষ করার পর দিবারাত্রির টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে বাবর আজম বাহিনী। ১৯ নভেম্বর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর এই সিরিজ শেষ হবে ২২ নভেম্বর।

উল্লেখ্য, বিশ্বকাপ থেকে সাইফউদ্দিনের ছিটকে যাওয়ার পর বাংলাদেশের ছিটকে গেছে সেমিফাইনালে উঠার দৌঁড় থেকে। টানা তিন ম্যাচে হেরে সেরা চারে উঠার স্বপ্ন হয়ে গেছে ধূলিস্বাৎ। এরপরও শেষ দুই ম্যাচ জিতেই দেশে ফিরতে চায় মাহমুদউল্লাহরা। বাংলাদেশ পরবর্তী দুই ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।