ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

ফিল্ডিং ভালো করতে সোশ্যাল মিডিয়া ছাড়তে বললেন মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ১২ বার ক্যাচ মিস করেছেন টাইগাররা। এতে বাকি সবার মতো ফিল্ডিংয়ের এই দশা দেখে হতাশ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তাই ফিল্ডিংয়ে ভালো করার জন্য খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়তে বললেন মাশরাফি।

গতকাল শুক্রবার ৭১টিভি ও ক্রিকফেঞ্জি নামক এক ইউটিউব চ্যানেলের লাইভ শো’তে এসে এসব বিষয়ে কথা বলেন তিনি। এতে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও কথা বলেন।

মাশরাফি ফিল্ডিং কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বলেন, ‘দেখুন, ২০১৯ বিশ্বকাপে আমি ভালো পারফর্ম করতে পারিনি। ফলে, আমাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আমি বিষয়টাকে খুব পেশাদারির সঙ্গেই নিয়েছি। নিজেকে প্রমাণ না করতে পারলে আপনাকে সরিয়ে দেওয়া হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুই বছর ধরে ফিল্ডিং এমন হওয়া সত্ত্বেও ফিল্ডিং কোচ রায়ান কুক দলের সঙ্গে আছেন এবং এর প্রমাণ আমরা আজকেও পেয়েছি।’

ফিল্ডিংয়ে কীভাবে ভালো করা যায় সে বিষয়ে টোটকাও দেন মাশরাফি। তিনি বলেন, ‘আমাদের সবাইকে আরেকটু সাহসী হতে হবে। ফিল্ডিংটা হচ্ছে অনেক সাহসী একটা ব্যাপার। আর সত্যি বলতে, আমার কাছে মনে হয় বর্তমান প্রেক্ষাপটে, যেকোনো টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সব খেলোয়াড়ের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা উচিত। আমি এটা আমার সময়ে করতে পারিনি, তাই হয়তো বলা ঠিক না। কিন্তু বিসিবি থেকে কঠোর নিয়ম করা উচিত এ বিষয়ে। কারণ, যে চাপগুলো আসে, এগুলো সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়া থেকে আসে। আজকাল খুব বাজেভাবে ক্রিকেটারদের আক্রমণ করা হয়। যদি ক্রিকেটাররা সেটা সহ্য করতে পারত, তখন ভিন্ন হিসাব হতো। কিন্তু এখন তো ক্রিকেটাররা এগুলো নিতে পারছে না। ফলে, এটা করা উচিত।’

তামিম বলেন, ‘ক্যাচ মিস খেলার অংশ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর জন্য যদি আমরা নিয়মিত ম্যাচ হারা শুরু করি, তাহলে সেটা ঠিক না। গত দুই বছরে ফিল্ডিংয়ের জন্য আমরা সব সংস্করণ মিলিয়ে অনেক ম্যাচ হেরেছি। আমরা ফিল্ডিংয়ে অনেক ভালো একটা দল হতে পারি, সে যোগ্যতা আমাদের আছে। কিন্তু এখন আমরা পারছি না, ফলে ম্যাচ হারছি।’

তবে দলের অনুশীলনে কোনো ঘাটতি নেই বলে দাবি করেন তামিম, ‘অনুশীলনে কিন্তু সবাই অনেক পরিশ্রম করে। ফিল্ডিং, ক্যাচিংসবকিছু নিয়েই কাজ করা হয়। কিন্তু ম্যাচে কোনো কারণে সেটা কাজে আসছে না। ম্যাচে দলের সেরা ফিল্ডাররা যদি ক্যাচ মিস করে, তাহলে তো কিছু বলার থাকে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

ফিল্ডিং ভালো করতে সোশ্যাল মিডিয়া ছাড়তে বললেন মাশরাফি

আপডেট সময় ০৬:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ১২ বার ক্যাচ মিস করেছেন টাইগাররা। এতে বাকি সবার মতো ফিল্ডিংয়ের এই দশা দেখে হতাশ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তাই ফিল্ডিংয়ে ভালো করার জন্য খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়তে বললেন মাশরাফি।

গতকাল শুক্রবার ৭১টিভি ও ক্রিকফেঞ্জি নামক এক ইউটিউব চ্যানেলের লাইভ শো’তে এসে এসব বিষয়ে কথা বলেন তিনি। এতে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও কথা বলেন।

মাশরাফি ফিল্ডিং কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বলেন, ‘দেখুন, ২০১৯ বিশ্বকাপে আমি ভালো পারফর্ম করতে পারিনি। ফলে, আমাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আমি বিষয়টাকে খুব পেশাদারির সঙ্গেই নিয়েছি। নিজেকে প্রমাণ না করতে পারলে আপনাকে সরিয়ে দেওয়া হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুই বছর ধরে ফিল্ডিং এমন হওয়া সত্ত্বেও ফিল্ডিং কোচ রায়ান কুক দলের সঙ্গে আছেন এবং এর প্রমাণ আমরা আজকেও পেয়েছি।’

ফিল্ডিংয়ে কীভাবে ভালো করা যায় সে বিষয়ে টোটকাও দেন মাশরাফি। তিনি বলেন, ‘আমাদের সবাইকে আরেকটু সাহসী হতে হবে। ফিল্ডিংটা হচ্ছে অনেক সাহসী একটা ব্যাপার। আর সত্যি বলতে, আমার কাছে মনে হয় বর্তমান প্রেক্ষাপটে, যেকোনো টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সব খেলোয়াড়ের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা উচিত। আমি এটা আমার সময়ে করতে পারিনি, তাই হয়তো বলা ঠিক না। কিন্তু বিসিবি থেকে কঠোর নিয়ম করা উচিত এ বিষয়ে। কারণ, যে চাপগুলো আসে, এগুলো সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়া থেকে আসে। আজকাল খুব বাজেভাবে ক্রিকেটারদের আক্রমণ করা হয়। যদি ক্রিকেটাররা সেটা সহ্য করতে পারত, তখন ভিন্ন হিসাব হতো। কিন্তু এখন তো ক্রিকেটাররা এগুলো নিতে পারছে না। ফলে, এটা করা উচিত।’

তামিম বলেন, ‘ক্যাচ মিস খেলার অংশ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর জন্য যদি আমরা নিয়মিত ম্যাচ হারা শুরু করি, তাহলে সেটা ঠিক না। গত দুই বছরে ফিল্ডিংয়ের জন্য আমরা সব সংস্করণ মিলিয়ে অনেক ম্যাচ হেরেছি। আমরা ফিল্ডিংয়ে অনেক ভালো একটা দল হতে পারি, সে যোগ্যতা আমাদের আছে। কিন্তু এখন আমরা পারছি না, ফলে ম্যাচ হারছি।’

তবে দলের অনুশীলনে কোনো ঘাটতি নেই বলে দাবি করেন তামিম, ‘অনুশীলনে কিন্তু সবাই অনেক পরিশ্রম করে। ফিল্ডিং, ক্যাচিংসবকিছু নিয়েই কাজ করা হয়। কিন্তু ম্যাচে কোনো কারণে সেটা কাজে আসছে না। ম্যাচে দলের সেরা ফিল্ডাররা যদি ক্যাচ মিস করে, তাহলে তো কিছু বলার থাকে না।’