ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরো বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে শঙ্কা আছে, নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম ঢাকায় এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ‘ভারতে গিয়ে খেলার পরিবেশ নেই বাংলাদেশের :আসিফ নজরুল ‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’: আব্বাস আরাঘচি চট্টগ্রামে পুলিশ সদস্য কাইয়ুম হত্যা মামলায়, ১০ জনের যাবজ্জীবন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান

স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যার দায়ে আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মালীবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

এর আগে, মঙ্গলবার (২৬ অক্টোবর) দিনগত রাতে সাভারের জিরানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুক্তা ধর জানান, রংপুরের পীরগঞ্জ এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম ও মমতাজ বেগমের প্রায় ৮ বছরের সংসার। তাদের একটি সাত বছরের কন্যা সন্তান রয়েছে। আমিনুল পল্লী বিদ্যুৎ অফিসের অধীনে গাছ কাটা ও অটোরিকশা চালানোর কাজ করেন। তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাকে বাড়ির বাইরে অবস্থান করতে হয়। এ সুযোগে পীরগঞ্জ সরকারি হাইস্কুল মার্কেটের ইলেকট্রনিক্স দোকানি আনোয়ার পারভেজের সঙ্গে মমতাজ বেগমের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে।

তিনি জানান, গত ২ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে আনোয়ার দোকান বন্ধ করে আমিনুলের বাড়িতে যান। এ সময় আমিনুল বাসায় ফিরে তার স্ত্রীর সঙ্গে পারভেজকে দেখে রেগে যান এবং খারাপ ব্যবহার করেন। অকথ্য ভাষায় গালাগালির এক পর্যায়ে লাঠি দিয়ে আনোয়ারের মাথায় আঘাত করেন। পারভেজকে রক্ষা করতে আমিনুলের স্ত্রী মমতাজ এগিয়ে গেলে তাকেও পিটিয়ে রক্তাক্ত করেন আমিনুল।

পরে ৩ অক্টোবর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার।

এসএসপি মুক্তা ধর জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে আমিনুল ইসলাম ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ মামলাটি তদন্তের ধারাবাহিকতায় সাভারের জিরানী এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

আপডেট সময় ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যার দায়ে আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মালীবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

এর আগে, মঙ্গলবার (২৬ অক্টোবর) দিনগত রাতে সাভারের জিরানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুক্তা ধর জানান, রংপুরের পীরগঞ্জ এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম ও মমতাজ বেগমের প্রায় ৮ বছরের সংসার। তাদের একটি সাত বছরের কন্যা সন্তান রয়েছে। আমিনুল পল্লী বিদ্যুৎ অফিসের অধীনে গাছ কাটা ও অটোরিকশা চালানোর কাজ করেন। তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাকে বাড়ির বাইরে অবস্থান করতে হয়। এ সুযোগে পীরগঞ্জ সরকারি হাইস্কুল মার্কেটের ইলেকট্রনিক্স দোকানি আনোয়ার পারভেজের সঙ্গে মমতাজ বেগমের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে।

তিনি জানান, গত ২ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে আনোয়ার দোকান বন্ধ করে আমিনুলের বাড়িতে যান। এ সময় আমিনুল বাসায় ফিরে তার স্ত্রীর সঙ্গে পারভেজকে দেখে রেগে যান এবং খারাপ ব্যবহার করেন। অকথ্য ভাষায় গালাগালির এক পর্যায়ে লাঠি দিয়ে আনোয়ারের মাথায় আঘাত করেন। পারভেজকে রক্ষা করতে আমিনুলের স্ত্রী মমতাজ এগিয়ে গেলে তাকেও পিটিয়ে রক্তাক্ত করেন আমিনুল।

পরে ৩ অক্টোবর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার।

এসএসপি মুক্তা ধর জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে আমিনুল ইসলাম ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ মামলাটি তদন্তের ধারাবাহিকতায় সাভারের জিরানী এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।