ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

প্রেম করে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পালাল স্বামী

আকাশ জাতীয় ডেস্ক:

একই প্রতিষ্ঠানে চাকরির সুবাধে পরিচয়। এরপর দু’জনার মধ্যে চেনাজানা ও প্রেমে জড়িয়ে পড়া। ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে হয় বিয়ে। বিয়ের পর ভাড়া বাসায় দীর্ঘদিন সংসার করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঢাকায় ফেলে রেখে গা-ঢাকা দিয়ে বাড়িতে এসে যোগাযোগ বন্ধ করে দেয় সাজু মিয়া নামে এক যুবক।

সাজু মিয়া চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দফাদারপাড়া এলাকার আমির উদ্দীনের ছেলে। নিরুপায় হয়ে গর্ভের সন্তানের পিতৃপরিচয়ের দাবি নিয়ে সাজুর বাড়ির উদ্দেশে এসে কোথাও স্থান পাচ্ছেন না ওই গর্ভবতী নারী।

জানা গেছে, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাধীন রানীগঞ্জ ইউনিয়নের দফাদারপাড়া এলাকার আমির উদ্দিনের ছেলে সাজু মিয়ার সঙ্গে ঢাকায় এক প্রতিষ্ঠানে চাকরির সুবাদে পরিচয় হয় সাভার এলাকার ওই নারীর। পরিচয়ের সূত্র ধরে প্রেম, অতঃপর ইসলাম ধর্ম গ্রহণের পর সাজু মিয়ার সঙ্গে মুসলিম রীতি মোতাবেক বিবাহ নিবন্ধন হয় প্রায় ৬ বছর আগে। বিয়ের পর থেকে তারা ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ঘর-সংসার করতে থাকেন।

কিন্তু হঠাৎ মাস তিনেক আগে সাজু মিয়া তাকে গাজীপুর এলাকায় একটি ভাড়া বাসায় রেখে গ্রামের বাড়ি চিলমারীতে চলে এসে যোগাযোগ বন্ধ করে দেন। অবশেষে কোনো উপায়ন্তর না পেয়ে ওই গৃহবধূ স্বামীর ছবি, বিবাহ রেজিস্ট্রির কাগজ ও জাতীয় পরিচয়পত্র নিয়ে শুক্রবার স্বামী সাজু মিয়ার বাড়িতে চলে আসেন। সেখানে আসলে বাড়ির লোকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করে বের করে দেন বলে জানা যায়। শনিবার রাতে স্থানীয় সাংবাদিকের সহায়তায় ওই গৃহবধূ চিলমারী হাসপাতালে ভর্তি হন।

গর্ভের সন্তানের পিতৃপরিচয়ের দাবি নিয়ে আসা গর্ভবর্তী নারী বলেন, একই অফিসে চাকরির সূত্রে প্রায় এক-দেড় বছর প্রেমের পর সাজু আমাকে বিয়ে করে ২০১৬ সালে। তখন থেকে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে ঘর-সংসার করে আসছিলাম। প্রায় ৭ মাস আগে আমার গর্ভধারণ হয়। হঠাৎ গত তিন মাস আগে সাজু মিয়া আমাকে কিছু না বলে ভাড়া বাসায় রেখে চিলমারী চলে আসে এবং যোগাযোগ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে আমি খোঁজ নিতে নিতে আমার গর্ভের সন্তানের পিতার পরিচয়ের দাবি নিয়ে চিলমারীতে আসি।

তিনি আরও বলেন, স্থানীয় চেয়ারম্যান-মেম্বারকেও জানিয়েছি কিন্তু কোনো সুরাহা পাইনি। আমি অসুস্থ মানুষ, এখন কোথায় যাব? ধর্ম ত্যাগ করায় বাবা-মায়ের কাছেও আমার স্থান নেই, স্বামীর বাড়িতেও স্থান পাচ্ছি না।

এ ব্যাপারে অভিযুক্ত সাজু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তার দেখা পাওয়া যায়নি এবং তার মোবাইলও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে রানীগঞ্জ ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য মোনায়েম সরদার বলেন, শুনেছি ঢাকা থেকে মেয়েটি স্বামীর বাড়ির উদ্দেশে এসেছে; তবে আমার সঙ্গে দেখা হয়নি।

বিষয়টি জানতে রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মনজুরুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। চিলমারী মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি যেহেতু পারিবারিক, তাই আদালতে গেলেই ভালো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

প্রেম করে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পালাল স্বামী

আপডেট সময় ১১:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

একই প্রতিষ্ঠানে চাকরির সুবাধে পরিচয়। এরপর দু’জনার মধ্যে চেনাজানা ও প্রেমে জড়িয়ে পড়া। ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে হয় বিয়ে। বিয়ের পর ভাড়া বাসায় দীর্ঘদিন সংসার করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঢাকায় ফেলে রেখে গা-ঢাকা দিয়ে বাড়িতে এসে যোগাযোগ বন্ধ করে দেয় সাজু মিয়া নামে এক যুবক।

সাজু মিয়া চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দফাদারপাড়া এলাকার আমির উদ্দীনের ছেলে। নিরুপায় হয়ে গর্ভের সন্তানের পিতৃপরিচয়ের দাবি নিয়ে সাজুর বাড়ির উদ্দেশে এসে কোথাও স্থান পাচ্ছেন না ওই গর্ভবতী নারী।

জানা গেছে, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাধীন রানীগঞ্জ ইউনিয়নের দফাদারপাড়া এলাকার আমির উদ্দিনের ছেলে সাজু মিয়ার সঙ্গে ঢাকায় এক প্রতিষ্ঠানে চাকরির সুবাদে পরিচয় হয় সাভার এলাকার ওই নারীর। পরিচয়ের সূত্র ধরে প্রেম, অতঃপর ইসলাম ধর্ম গ্রহণের পর সাজু মিয়ার সঙ্গে মুসলিম রীতি মোতাবেক বিবাহ নিবন্ধন হয় প্রায় ৬ বছর আগে। বিয়ের পর থেকে তারা ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ঘর-সংসার করতে থাকেন।

কিন্তু হঠাৎ মাস তিনেক আগে সাজু মিয়া তাকে গাজীপুর এলাকায় একটি ভাড়া বাসায় রেখে গ্রামের বাড়ি চিলমারীতে চলে এসে যোগাযোগ বন্ধ করে দেন। অবশেষে কোনো উপায়ন্তর না পেয়ে ওই গৃহবধূ স্বামীর ছবি, বিবাহ রেজিস্ট্রির কাগজ ও জাতীয় পরিচয়পত্র নিয়ে শুক্রবার স্বামী সাজু মিয়ার বাড়িতে চলে আসেন। সেখানে আসলে বাড়ির লোকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করে বের করে দেন বলে জানা যায়। শনিবার রাতে স্থানীয় সাংবাদিকের সহায়তায় ওই গৃহবধূ চিলমারী হাসপাতালে ভর্তি হন।

গর্ভের সন্তানের পিতৃপরিচয়ের দাবি নিয়ে আসা গর্ভবর্তী নারী বলেন, একই অফিসে চাকরির সূত্রে প্রায় এক-দেড় বছর প্রেমের পর সাজু আমাকে বিয়ে করে ২০১৬ সালে। তখন থেকে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে ঘর-সংসার করে আসছিলাম। প্রায় ৭ মাস আগে আমার গর্ভধারণ হয়। হঠাৎ গত তিন মাস আগে সাজু মিয়া আমাকে কিছু না বলে ভাড়া বাসায় রেখে চিলমারী চলে আসে এবং যোগাযোগ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে আমি খোঁজ নিতে নিতে আমার গর্ভের সন্তানের পিতার পরিচয়ের দাবি নিয়ে চিলমারীতে আসি।

তিনি আরও বলেন, স্থানীয় চেয়ারম্যান-মেম্বারকেও জানিয়েছি কিন্তু কোনো সুরাহা পাইনি। আমি অসুস্থ মানুষ, এখন কোথায় যাব? ধর্ম ত্যাগ করায় বাবা-মায়ের কাছেও আমার স্থান নেই, স্বামীর বাড়িতেও স্থান পাচ্ছি না।

এ ব্যাপারে অভিযুক্ত সাজু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তার দেখা পাওয়া যায়নি এবং তার মোবাইলও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে রানীগঞ্জ ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য মোনায়েম সরদার বলেন, শুনেছি ঢাকা থেকে মেয়েটি স্বামীর বাড়ির উদ্দেশে এসেছে; তবে আমার সঙ্গে দেখা হয়নি।

বিষয়টি জানতে রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মনজুরুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। চিলমারী মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি যেহেতু পারিবারিক, তাই আদালতে গেলেই ভালো হবে।