আকাশ জাতীয় ডেস্ক:
করোনার প্রভাব কমে আসায় চলতি বছরের জুলাইয়ের তুলনায় আগস্টে কার্ডে লেনদেন কমেছে ৩ শতাংশের বেশি। জুলাইয়ে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২৩ হাজার ৬৬০ কোটি টাকা, যা আগস্টে কমে দাঁড়িয়েছে ২২ হাজার ৯৫৮ কোটি টাকা। সে হিসাবে মাসের ব্যবধানে কার্ডে লেনদেন কমেছে ৮৪৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের ইস্যুড কার্ড অ্যান্ড ট্রানজেকশন স্ট্যাটিস্টিকস থেকে এমন তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে, জুলাইতে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২১ হাজার ৭৮৩ কোটি টাকা, আগস্টে তা কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৩৪ কোটি টাকা। এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে জুলাইতে লেনদেন হয়েছে এক হাজার ৪৮৬ কোটি টাকা, আগস্টে কিছুটা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৪ কোটি টাকা। একই সঙ্গে প্রিপেইড কার্ডে লেনদেন জুলাইয়ের তুলনায় আগস্টে ৪৭ কোটি টাকা কমেছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেনের সংখ্যা আগস্টে ৬ শতাংশের বেশি কমেছে, যদিও কোভিড-১৯ মহামারির মধ্যে গত বছর অনেক নতুন গ্রাহক যুক্ত হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের আগস্ট মাসের এমএফএস ডাটা অনুযায়ী জুলাইয়ে এমএফএস লেনদেনের পরিমাণ ছিল ৬৬ হাজার ৩৮৭ কোটি টাকা, যা ৪ হাজার ১৫৩ টাকা কমে আগস্টে এসে দাঁড়ায় ৬২ হাজার ২৩০ কোটি টাকায়।
ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, মহামারির মধ্যে ভাইরাসের সংক্রমণ এড়াতে গ্রাহকরা ব্যাংকে যাওয়ার চেয়ে এমএফএস লেনদেনই পছন্দ করতেন। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংকও মহামারিতে গ্রাহকদের মধ্যে মোবাইল ব্যাংকিং সেবা জনপ্রিয় করার জন্য লেনদেনের ফি কমানোর মতো কিছু বিশেষ সুবিধা প্রদান করে। দেশে কোভিড-১৯ এর সামগ্রিক পরিস্থিতির উন্নতি হওয়ায় গ্রাহকরা আবার সরাসরি ব্যাংক থেকে পরিষেবা নেওয়া শুরু করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























