অাকাশ নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু মাংস নয় বরং চামড়া ও পশমকে কাজে লাগাতে হবে। বৃহস্পতিবার প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান এবং পাট গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ভেড়ার পশম, পাট আর সুতার মিশ্রনে উৎপাদিত পণ্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন সংশ্লিষ্ট গবেষকরা। গবেষণার মাধ্যমে উদ্ভাবিত পণ্য বাণিজ্যিকিকরণ এবং তার রপ্তানির উদ্যোগ নিতে প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
এতে প্রধানমন্ত্রী ভেড়ার পাশাপাশি ব্ল্যাক বেঙ্গল গোটের উৎপাদন বাড়ানোর তাগিদ দেন।
উদ্ভাবিত পণ্যগুলো দেখে গবেষকদের অভিনন্দন জানানোর পাশাপাশি ভেড়ার চামড়াকেও কাজে লাগাতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া অঞ্চলভিত্তিক পণ্যের উৎপাদনের ওপর ভিত্তি করে শিল্প গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।