অাকাশ জাতীয় ডেস্ক:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। নিহত টেনি (২৭) উপজেলার আড়িয়া ইউয়িনের ছাতারডাড়া গ্রামের আলম মণ্ডলের ছেলে। দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে পিপুলবাড়িয়া-বালিয়াডাঙ্গা মাঠে গোলাগুলির এ ঘটনা ঘটে। তাকে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে এসআই রহিমের নেতৃত্বে পুলিশের টহল দল অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা গুলি করলে পুলিশ পাল্টা গুলি করে। বন্দুকযুদ্ধের একপর্যায়ে কিছু সন্ত্রাসীরা পিছু হটলেও ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ পাওয়া যায়।”
তিনি বলেন, সকালে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে টেনি বলে শনাক্ত করেন। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, “এ বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
আকাশ নিউজ ডেস্ক 























